পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
জাপানের আবহাওয়া সংস্থা এক্সে বলেছে, ‘সুনামি বারবার আঘাত হানবে।
ইউএসজিএসের তথ্য অনুসারে, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৪টা ৪২ মিনিটে কিউশুতে মিয়াজাকির প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৩৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।
দ্বিতীয় আঘাতটি এক মিনিটেরও কম সময় পর ২৬ মিটার গভীরে মিয়াজাকির ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল।
প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারের পশ্চিম প্রান্ত বরাবর চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থান করায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে ১ জানুয়ারিতে উপদ্বীপে বিশাল ভূমিকম্প আঘাতের পর অন্তত ২৬০ জন মারা গিয়েছিল। রাজধানী টোকিও এক শতাব্দী আগে ১৯২৩ সালে একটি বিশাল ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল।