November 23, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

পরিবর্তন আনতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়

পরিবর্তন আনতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাইকার কারিগরি সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীন ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) শীর্ষক প্রকল্পের ৪র্থ সেমিনারে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, পরিবর্তন আনতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। আমাদের প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন আনতে হবে যেন আমরা সুচারুভাবে কাজগুলো করতে পারি। রাজউক একটি বসবাসের অযোগ্য শহরকে বাসযোগ্য করার চেষ্টা করছে। এ কাজে সমালোচনা না করে আমাদের সহযোগিতা করতে হবে। সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে রাজউক ও জাইকার মধ্যে সহযোগিতা টেকসই রূপান্তরের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে। টিওডি প্রকল্পের অধীনে প্রাপ্ত সাফল্য আমাদের নগর মানসিকতার পরিবর্তনকে প্রতিফলিত করে। উল্লেখ্য, ঢাকা মহানগরীর অন্যতম প্রধান সমস্যা ক্রমবর্ধমান যানজট মোকাবিলার জন্য সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) (২০১৬-২০৩৫) এ ছয়টি এমআরটি লাইন এবং দুটি বিআরটি লাইন স্থাপনের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। স্টেশন কেন্দ্রিক ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) বাস্তবায়নের বিষয়টি খসড়া ঢাকা স্ট্রাকচার ও বিশদ অঞ্চল পরিকল্পনাতে (২০২২-২০৩৫) উল্লেখ করা হয়েছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে ট্রানজিট ভিত্তিক উন্নয়ন ধারণা বাস্তবায়নে সহায়ক নীতিমালা তৈরি করা এবং পাইলট প্রকল্প এলাকার ধারণাগত এবং মডেল আরবান ডিজাইন প্রস্তুত করা, যা নীতিমালা তৈরি করতে সহায়ক হবে। এর পরিপ্রেক্ষিতে ওই প্রকল্পের আওতায় দুটি পাইলট প্রকল্প এলাকার (উত্তরা স্টেশন এলাকা এবং গাবতলী স্টেশন এলাকা) একটি প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) গাইডলাইন সরকার কর্তৃক গেজেট করা হয়েছে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের প্রধান রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমহিদে, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, রাজউকের নগর পরিকল্পনাবিদ ও প্রকল্প পরিচালক মাহফুজা আক্তার প্রমুখ।
শেয়ার করুন: