পরপর দু’দিন ভারত-পাকিস্তানের সঙ্গে ম্যাচ, যা বললেন বাংলাদেশ কোচ
এশিয়া কাপের সুপার ফোরের লড়াই চলছে। যেখানে আগামীকাল (বুধবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর বিরতি নেই লিটন দাসদের। পরদিনই (বৃহস্পতিবার) আবার পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচ। পরপর দু’দিন ম্যাচ থাকার বিষয়টি ‘অবিচার’ বলে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার ফিল সিমন্স বলেন, ‘ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা খুবই কঠিন। ব্যাপারটা ভালো নয়। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং প্রস্তুত আছি। পরপর দুই দিন ম্যাচ খেলা কখনই উচিৎ নয়। কোনো দলের জন্যই এটা ফেয়ার নয়। কাজটা অনেক কঠিন।’
ফাইনালে ওঠার পথে বাংলাদেশকে ফেভারিট ভাবছেন কি না, এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘ফেভারিট না এখনও। আরও দুটো ম্যাচ বাকি। তাও এমন দুটো দল, যারা অনেক শক্তিশালী। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ভারতের ম্যাচের পরপরই পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবতে হবে। পাকিস্তান ম্যাচ শেষে ফাইনাল। আপাতত ভারত ম্যাচ নিয়েই ভাবছি।’