পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালন নিয়ে কেসিসিতে সভা অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালন উপলক্ষে এক মতবিনিময় সভা আজ রবিবার সকালে নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
সভায় আলোচনান্তে নগর ভবনে মহানবী (স.) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, নগরীর চারটি থানা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ’নাত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন এবংপ্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশিদ, কেসিসি শিক সমিতির সভাপতি মাওলানা মোঃ নাসির উদ্দিন কাশেমী, ইমাম পরিষদ-খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গোলাম কিবরিয়া, কেসিসি শিক্ষক সমিতির সহ-সভাপতি মাওলানা মোঃ কেরামত আলী, কোষাধ্যক্ষ মাওলানা সোহরাব উদ্দীন সহ সমিতির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।