নেপালসহ ৩ দেশের ৬০ হাজার অভিবাসীর সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প
নেপাল ও মধ্য আমেরিকার দুই দেশ নিকারাগুয়া ও হন্ডুরাসের ৬০ হাজারেরও অভিবাসীর সুরক্ষা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। বুধবার দেশটির আপিল আদালতের রায়ে বাতিল হয়েছে এই সুরক্ষা।
২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। তারপর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয় অবৈধ বা নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান। এ অভিযানের আওতায় গত আট মাসে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে অস্থায়ী অভিবাসীদের যেসব অধিকার ও সুরক্ষার উল্লেখ রয়েছে, তার ভিত্তিতে দেশটির আপিল আদালতে মামলা করেছিলেন নেপাল, নিকারাগুয়া এবং হন্ডুরাসের ৬০ হাজারেরও বেশি অভিবাসী। গতকাল বুধবার আদালত সেই মামলার রায় দিয়েছেন।
গত কালের রায়ে আদালত বলেছেন, মার্কিন আইনে অস্থায়ী অভিবাসীদের যেসব অধিকার ও সুরক্ষার উল্লেখ রয়েছে, তা মামলার বাদি ৬০ হাজারের বেশি অভিবাসীদের ওপর প্রযোজ্য হবে না। আদালতের তিন জন বিচারপতি রায়ে স্বাক্ষর করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি সূত্রে জানা গেছে, আদালতের রায় ঘোষণার পর নেপালি অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি তাৎক্ষণিকভাবে বাতিল হয়েছে। নিকারাগুয়া এবং হন্ডুরাসের অভিবাসনপ্রত্যাশীদের অনুমোদন বাতিল হবে ৮ সেপ্টেম্বর।
আপিল আদালত রায় ঘোষণার পর এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলঘলিন রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, “এই সময়োপযোগী রায় যুক্তরাষ্ট্রকে অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা পুনরুদ্ধারে সহায়তা করবে। আমেরিকাকে আবার মহান করে তুলুন।”
যুক্তরাষ্ট্রের আইনী সহায়তা সংস্থা ইউসিএলএ সেন্টার অব ইমিগ্রেশন অ্যান্ড ল’ পলিসি মামলায় বাদিপক্ষের ভূমিকায় ছিল। প্রতিষ্ঠানটির মুখপাত্র আহলিয়ান অরুলানানথাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, “আদালত সরকারকে তুষ্ট করার জন্য এই রায় দিয়েছেন।”