September 19, 2025
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার দায়ে ৭০ বছর বয়সী নারী গ্রেপ্তার

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার দায়ে ৭০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে কয়েকদিন আটকে রেখে ছেড়ে দেওয়া হলেও কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ। সংবাদমাধ্যমটি বলেছে, বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়ে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করেছিলেন ওই নারী। তিনি একজন সরকার বিরোধী বিক্ষোভকারী। তাকে দুই সপ্তাহ আগে গ্রেপ্তার করা হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকারের কোনো ভবনের কাছে যেতে পারবেন না এমন শর্তে তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর পর ওই নারীকে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। কাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হবে। ইসরায়েলি পুলিশ দাবি করেছে, পরিকল্পনা বাস্তবায়নে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ওই নারী। এরআগে গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছিল, ইরানের নির্দেশনায় নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা সাজিয়েছেন এক ব্যক্তি। পরবর্তীতে ৭১ বছর বয়সী ওই বৃদ্ধকে আটক করা হয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছিল, তুরস্কে গিয়ে ইরানি গোয়েন্দাদের সঙ্গে ওই ইসরায়েলি নাগরিকের পরিচয় হয়। এরপর তিনি অবৈধ উপায়ে ইরানে প্রবেশ করেন এবং ইরানের গোয়েন্দাদের কাছ থেকে দিকনির্দেশনা নিয়ে ফেরেন।
শেয়ার করুন: