November 24, 2024
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে ইতালি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইতালি সফর নিয়ে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। জানা যায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা পরোয়ানা অকার্যকর বা প্রত্যাহার হওয়ার আগে যদি ইতালি সফরে যান নেতানিয়াহু, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বৃহস্পতিবার এই সতর্কবার্তা জারি করেছেন বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি।

খবরে বলা হয়, গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত এবং হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত।

এ পরোয়ানা জারির কয়েক ঘণ্টা পর সম্প্রচার সংবাদমাধ্যম আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইতালির মন্ত্রী জানান, তিনি মনে করেন, নেতানিয়াহু এবং গ্যালান্তের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা আইসিসির একটি ভুল। তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হওয়ার আগে নেতানিয়াহু কিংবা গ্যালান্ত যদি ইতালি সফরে আসেন, তাহলে বাধ্য হয়েই তাদের গ্রেপ্তার করতে হবে ইতালি সরকারকে।

এর আগে গত মে মাসে নেতানিয়াহু, গ্যালান্ত ও দেইফের পাশাপাশি হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া ও গাজার হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির কৌঁসুলি করিম খান।

আইসিসির কৌঁসুলি বলেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত করা, মানবিক ত্রাণ সরবরাহ করতে না দেওয়াসহ ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার, যুদ্ধে বেসামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা।

শেয়ার করুন: