January 18, 2025
খেলাধুলা

‘নেইমারকে ছাড়া ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না’

ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। এরপর গত দুই দশনে আর সোনালী ট্রফি উঁচিয়ে ধরা হয়নি সবচেয়ে বেশি বিশ্বকাপ শিরোপা ঘরে নেওয়া সেলেসাওরা। কাতার বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর এখন সেলেসাওদের লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। তবে আসন্ন ফিফা টুর্নামেন্টের আগেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই পাঁচবারের চ্যাম্পিয়নরা।

কাতার বিশ্বকাপে ব্যর্থ হওয়া ব্রাজিল ২০২৬ টুর্নামেন্টের আগে বাছাইপর্বে লম্বা সময় ধরে সফলতার মুখ দেখছে না। নতুন কোচ দরিভালের জুনিয়রের অধীনেও এখনো পর্যন্ত নিজেদের গুছিয়ে নিতে পারেনি দলটি। বাছাইপর্বের পয়েন্ট টেবিলে দলটি আছে ৫ নম্বরে।

এদিকে ব্রাজিলের বর্তমান ফুটবল দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। গত এক বছর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। সুস্থ হয়ে ফিরে আবার চোটে পড়েছেন তিনি। তবে খুব শীঘ্রই নেইমার আবার মাঠে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিলের পোস্টারবয় ইতোমধ্যে জানিয়েও দিয়েছেন যে, ২০২৬ বিশ্বকাপে খেলতে চান তিনি।

চোটপ্রবণ নেইমারের বয়স ত্রিশ পেরিয়েছে আরও আগে। ত্রিশের আগে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে না পারা নেইমার এ বয়সে এসে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা নিয়েই আছে অনিশ্চয়তা। তবে সেলেসাওদের সাবেক কিংবদন্তি রোমারিও মনে করেন, একমাত্র নেইমারই ব্রাজিলকে বশ্বকাপ শিরোপা জেতাতে পারবেন।

সম্প্রতি এক পডকাস্টে ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রমারিও বলেন, ‘শুধু নেইমারকে সঙ্গে নিয়েই ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ জয়ের সুযোগ আছে। তাকে ছাড়া দলটি বিশ্বকাপ জিততে পারবে না।’

রোমারিও আরও বলেন, ‘১৯৬২ সালে ব্রাজিল গারিঞ্চাকে নিয়ে জিতেছে, ১৯৭০ সালে পেলেকে নিয়ে জিতেছে, ১৯৯৪ সালে রোমারিওকে নিয়ে এবং ২০০২ সালে রোনালদোকে নিয়ে জিতেছে। ২০২৬ সালে যদি তারা নেইমারকে ছাড়া খেলে, তবে তারা জিততে পারবে না।’

শেয়ার করুন: