নুসরাত ফারিয়া গ্রেপ্তার প্রসঙ্গ এড়িয়ে গেলেন ফারুকী
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও সাম্পান বাইচ আয়োজনের সঙ্গে যুক্ত হবে সংস্কৃতি মন্ত্রণালয়। আমাদের কালচারাল হেরিটেজ, ফেস্টিভাল নিয়ে একটি ক্যালেন্ডার হচ্ছে। সেখানে এই দুটি অন্তর্ভুক্ত হবে।
সোমবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকেরা অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা ফারুকী বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমাদের প্রেস কনফারেন্সের নির্দিষ্ট অ্যাজেন্ডা আছে। আমরা এই লিমিটের মধ্যে থাকি।’
তিনি বলেন, ‘আমরা এটুকু বলতে পারি যে জব্বারের বলি খেলা এখন থেকে বাংলাদেশের কালচার হেরিটেজের একটা ইম্পরট্যান্ট জিনিস হিসেবে যুক্ত হয়েছে। এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল।’
এর আগে সকালে চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।