March 28, 2025
খেলাধুলা

নিষিদ্ধ হার্দিক পান্ডিয়া, মুম্বাইয়ের নেতৃত্বে যে

দরজায় কড়া নাড়ছে আইপিএলের এবারের আসর। আর তিন দিন পরই মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে এ টুর্নামেনয়ের এবারের আসর। এদিকে এবারের আসর মাঠে গড়ানোর আগেই দুঃসংবাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দলে পাবে না পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এবারের আসরে মুম্বাইয়ের প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। মুম্বাইয়ের মতো চেন্নাইও পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। মহেন্দ্র সিং ধোনিদের বিপক্ষে চেন্নাইয়েই মাঠে নামবে মুম্বাই। তবে চেন্নাইয়ের বিপক্ষে খেলতে পারবেন না হার্দিক।

চেন্নাইয়ের বিপক্ষে হার্দিক খেলতে পারবেন না এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে। আইপিএলের গত মৌসুমে শেষ ম্যাচে ওভাররেটের নিষেধাজ্ঞার কারণে এই নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী, এক মৌসুমে তিনবার স্লো ওভার রেটের শাস্তি পেলে অধিনায়ককে ৩০ লক্ষ টাকা জরিমানা ও এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পরতে হয়। যেহেতু মুম্বাইয়ের শেষ ম্যাচেই এই নিয়মভঙ্গ হয়েছিল, তাই নতুন মৌসুমের প্রথম ম্যাচে নির্বাসিত হলেন হার্দিক।

এদিকে হার্দিকের অনুপস্থিতিতে মুম্বাইকে প্রথম ম্যাচে সূর্যকুমার যাদব নেতৃত্ব দিবেন বলে জানা গেছে। হার্দিক বলেন, “আমি না থাকলে সূর্যই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। এই ফরম্যার্টে সেই যোগ্য ও প্রথম পছন্দ। সূর্যই সেরা বিকল্প।”

নিজের নিষেধাজ্ঞার বিষয়ে হার্দিক বলেন, “এটা আমার হাতের বাইরে। গত বছর যা ঘটেছিল, তা খেলারই অঙ্গ। দু’মিনিট দেরিতে আমরা ওভার শেষ করেছিলাম। এর পরিণতি কী হতে পারে, সেটা তখনও পুরোপুরি বুঝিনি। কিন্তু নিয়ম তো নিয়মই। তা মেনে চলতেই হয়।”

মুম্বই ইন্ডিয়ান্সকে হার্দিকের নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনেও।

শেয়ার করুন: