December 18, 2024
খেলাধুলা

নিষিদ্ধ হলেন বার্সেলোনা কোচ ফ্লিক

লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল বেটিসের সঙ্গে ড্রয়ের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। যার সুবাদে এবার তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) শৃঙ্খলা কমিটি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বার্সেলোনা আপিল করলেও, ফ্লিকের শাস্তি বহালই থাকছে।

গত শনিবার ম্যাচটিতে বার্সারই বেটিস দলে ধারে (লোন) পাঠানো স্ট্রাইকার ভিটর রকিকে ফাউল করেন ফ্রেংকি ডি ইয়ং। তিনি হলুদ কার্ড দেখলেও, উত্তেজিত বার্সা কোচ ফ্লিককে দেখানো হয় লাল কার্ড। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করায় সেই শাস্তি পান। যা তাকে কাতালান ক্লাবটির আসন্ন দুই ম্যাচ থেকেও দূরে থাকতে বাধ্য করবে।

বেটিসের বিপক্ষে ম্যাচ শেষে ফ্লিকের বিরুদ্ধে রেফারি তার প্রতিবেদনে জানান, ‘টেকনিক্যাল অবস্থান থেকে সরে গিয়ে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে চিৎকার, ইঙ্গিতপূর্ণ দৃষ্টি ও প্রতিবাদ করায় তাকে লাল কার্ড দেখানো হয়েছিল।’ তবে রেফারির প্রতি কোনো ক্ষোভ দেখাননি বলে নিজের অবস্থানও স্পষ্ট করেন ফ্লিক। নিজের প্রতিই হতাশা দেখিয়েছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নিজের ওপরই রাগান্বিত ছিলাম, অন্য কারও ওপর নয়।’

পরে বার্সাও তাদের আপিলের স্বপক্ষে ভিডিও প্রমাণ দেখিয়েছে আরএফইএফকে। কিন্তু তাতে রেফারির প্রতি ফ্লিকে ক্ষোভ দেখাননি বলে প্রমাণ করতে না পারায়, তার শাস্তি বহাল রাখা হয়েছে। এমনকি শৃঙ্খলা কমিটি বলছে– লাল কার্ড দেখানোর পরও একইভাবে প্রতিবাদ করছিলেন বার্সা কোচ। লা লিগায় নিজেদের পরবর্তী দুই ম্যাচে ১৫ ডিসেম্বর লেগানেস ও ২১ ডিসেম্বর অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে ক্লাবটি। সেই দুই ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না কোচ ফ্লিক।

এর মানে চলতি বছরে লা লিগায় আর বার্সার হয়ে মাঠে থাকতে পারবেন না এই জার্মান কোচ। কারণ অ্যাতলেটিকো ম্যাচের পর ১৯ জানুয়ারি গেটাফের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এর আগে বারবাস্ত্রোর বিপক্ষে কোপা দেল রের ম্যাচে খেলবে দলটি। এরপর সৌদি আরবে সুপার কোপার আসরেও খেলবে তারা। যেখানে সেমিতে তাদের প্রতিপক্ষ অ্যাতলেটিক বিলবাও।
ফ্লিকের অধীনে চলতি মৌসুমে বেশ ভালোই খেলছিল বার্সা। মাঝে কয়েকটি ম্যাচে অধারাবাহিকতা বাদ দিলেও এখনও তারা লা লিগার টেবিলে শীর্ষেই রয়েছে। ১৭ ম্যাচে ১২ জয়ে তাদের পয়েন্ট ৩৮। তবে তাদের পিছিয়ে দেওয়ার সুযোগ আছে রিয়াল মাদ্রিদের সামনে। এক ম্যাচ কম খেলে লস ব্লাঙ্কোসরা ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে। অন্যদিকে, বার্সা চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থানেই আছে বার্সা। ৫ ম্যাচে ৪ জয় ও ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ছয়। আজ (বুধবার) বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রাতে ইউসিএলের ম্যাচ খেলবে কাতালানরা।
শেয়ার করুন: