October 9, 2025
খেলাধুলা

নিষিদ্ধ হওয়ার শঙ্কায় মায়ামির কোচ মাসচেরানো

নাটকীয় জয়ে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করলেও ম্যাচ শেষে দুঃসংবাদ পেয়েছে ইন্টার মায়ামি। এ ম্যাচে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে বাধ্য হন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। স্বাভাবিকভাবেই লিগস কাপের পরবর্তী ম্যাচ তথা সেমিফাইনালে থাকতে পারবেন না তিনি। শঙ্কা আছে, তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে লুইস সুয়ারেজের নৈপুণ্যে টাইগার্স ইউএনএলকে ২-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি। প্রথমার্ধে এগিয়ে থাকলেও ম্যাচের ৬৭তম মিনিটে গোল হজম করে লিড হারায় দলটি। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগের মিনিটে পাওয়া পেনাল্টির সুবিধা কাজে লাগিয়ে দলকে জয় এনে দেন সুয়ারেজ।

শুরুতে লিড পাওয়া মায়ামি দ্বিতীয়ার্ধে চাপে পড়ার অন্যতম বড় কারণ ছিল ডাগআউটে প্রধান কোচ মাসচেরানোর অনুপস্থিতি। মূলত প্রথমার্ধ শেষে যোগ করা সময় নিয়ে অভিযোগ করায় একপর্যায়ে রেফারি তাকে লাল কার্ড দেখান। যে কারণে দ্বিতীয়ার্ধে ডাগআউটে থাকতে পারেননি মাসচেরানো।

এ বিষয়ে মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস বলেন, ‘এটা স্পষ্ট নয়। ম্যাচে যেটা ঘটেছিল, প্রথমার্ধে অতিরিক্ত চার মিনিট সময় যোগ করেছিল রেফারি। কিন্তু আমরা ছয় বা তার বেশি সময় খেলেছি। তাই আমরা বাড়তি সময় নিয়ে অভিযোগ জানাই। মানুষ হিসেবে আপনি কথা বলবেনই। অথচ রেফারি মাসচেরানোকে লাল কার্ড দিয়েছিল।’

নিয়ম অনুযায়ী পরের ম্যাচেও নিষেধাজ্ঞায় থাকবেন মাসচেরানো। কিন্তু তার শাস্তিটা বেড়ে হতে পারে তিন ম্যাচের। কারণ ডাগআউট ছাড়ার পর টুর্নামেন্টের নীতি ভঙ্গজনিত কাজও করেছেন তিনি। মাসচেরানো ডাগআউট ছাড়ার পর দলের দায়িত্ব নিয়েছিলেন সহকারী কোচ লিয়ান্দ্রো স্টিলিতানো।

মাসচেরানো তখন ক্লাব বেঞ্চের উপরে থাকা ভিআইপি আসনে চলে যান। লাল কার্ড দেখার পর কোচ ম্যাচ দেখতে পারলেও ক্লাবকে আর কোনো নির্দেশনা দিতে পারেন না। কিন্তু মাসচেরানো সহকারী কোচকে ভিআইপি আসন থেকে নির্দেশনা তো দিয়েছেনই, তাকে থামানোর আগ পর্যন্ত চেঁচিয়েছেনও।

পরবর্তীতে টেলিভিশনের একটি ফুটেজেও দেখা যায়, ফোনে ক্লাবের আরেক সহকারী কোচ লুকাস রদ্রিগেজ পাগানোর সঙ্গেও যোগাযোগ করছিলেন মাসচেরানো। এমন নিয়ম ভঙ্গের কারণে শাস্তিস্বরূপ তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন এ আর্জেন্টাইন কোচ।

শেয়ার করুন: