নির্বাচনের জন্য যা যা দরকার তার কোনো কমতি হবে না : অর্থ উপদেষ্টা
জাতীয় সংসদ নির্বাচনের জন্য যা যা দরকার তার কোনো কমতি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচনের জন্য কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্যই বডি ক্যামেরা কেনা হচ্ছে। আর মূল প্রস্তুতিতো নির্বাচন কমিশন নেবে। সেটা আমাকে জিজ্ঞেস করে লাভ হবে না।
নির্বাচন নিয়ে আর কি করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে বাজেট দেওয়া হয়েছে। এর বাইরে এই যে ক্যামেরা কেনা সেটা নির্বাচন কমিশন বলেছে সেটা তাদের দায়িত্ব না, তারা এক্সট্রা দায়িত্ব নিতে চায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা ইউএনডিপির মাধ্যমে বডি ক্যামেরা কিনছি। অর্থাৎ নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না।
অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে কিছু বৈচিত্র ছিল। আমরা সার, কিছু খাদ্য পণ্য আমদানি করি। কিন্তু এবার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরকে আপগ্রেড করার জন্য, সেখানের রানওয়ে আপগ্রেড করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা বিমান বন্দরের কন্ট্রোল রুম আরো আধুনিকায়ন করার জন্য একটা প্রস্তাব অনুমোদন দিয়েছি। এছাড়া অকটেন আনার অনুমোদন দিয়েছি। বর্তমানে অকটেনের কিছুটা…আছে। দেশের অভ্যন্তরে অকটেনের চাহিদা আছে। তাই আমরা চাই না যে দেশে কোনো রকমের জ্বালানির ইসে হোক।
শাহ আমানত বিমান বন্দরের মান উন্নয়নে কি করা হবে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়েটা গ্রেডওয়ান। সেটার স্পেস বাড়ানো দরকার। বিশেষ করে বড় বিমান ওঠানামা করতে হলে রানাওয়েটা গ্রেড-২ তে উন্নীত করতে হবে। একই সঙ্গে ঢাকার কন্ট্রোলটা আরো আধুনিক করা হবে।