নির্বাচনী কর্মসূচিকে সামনে রেখে মাঠে নামবে আ.লীগ
জানা গেছে আগস্ট মাসে শোক দিবসের কর্মসূচি থাকবে। জুলাইয়ে থাকবে বিএনপির পাল্টা কর্মসূচি। সেপ্টেম্বরে সারা দেশে গণসংযোগে নামবে আওয়ামী লীগ।
আগামী সেপ্টেম্বর থেকে গণসংযোগে নামবে আওয়ামী লীগ। এই গণসংযোগ কর্মসূচিতে থাকবে মিছিল, সমাবেশ ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচি। এসব কর্মসূচিতে ভোটের আগে সরকারের সাড়ে ১৪ বছরের ‘সাফল্য’ ও ‘অর্জন’ জনগণের সামনে তুলে ধরা হবে।
গতকাল বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয় বলে বৈঠকে উপস্থিত নেতারা জানিয়েছেন।
আগস্ট মাসে শোক দিবসের কর্মসূচিও এই বৈঠকে ঠিক করা হয়েছে। মাসব্যাপী সারা দেশে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, সেমিনারসহ নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আর চলতি জুলাইয়ে বিএনপির পাল্টা কর্মসূচি থাকবে। এরপর সেপ্টেম্বর মাসে সারা দেশে গণসংযোগে নামবে ক্ষমতাসীন দলটি।