October 9, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

নির্দেশনা উপেক্ষা করেই কর্মসূচি পালনের ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করেই পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার (২৮ জুন) ‘মার্চ টু এনবিআর’ ও কিছু সেবা ব্যতিরেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

শুক্রবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ তথ্য জানায়।

এর আগে শুক্রবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয় ‘মার্চ টু এনবিআর’ ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের নির্দেশনা প্রদান করে।

এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ চার দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা।

২৬ জুন ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতি এনবিআর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে এদিন বৈঠক করেন অর্থ উপদেষ্টা। তবে ওই বৈঠকে এনবিআর সংস্কার পরিষদের কেউ উপস্থিত ছিলেন না।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রণালয় জানায়, ওই সভায় তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়। যার মধ্যে রয়েছে- এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইস্যুকৃত কর্মকর্তাদের দুটি সাম্প্রতিক বদলির আদেশ পুনর্বিবেচনা করা ও আগামী ১ জুলাই বিকেল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের সঙ্গে গত ২৫ অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস রিলিজের আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা সভার আয়োজন করা।

এছাড়া দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখাসহ বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করার নির্দেশনা প্রদান করা হয়।

এদিকে শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, গত ২৬ জুন অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আমন্ত্রণ না জানানোয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত ২৮ জুন থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে, আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতাবহির্ভূত থাকবে। এছাড়াও ২৮ জুন থেকে সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হবে।

এতে আরও বলা হয়, দেশ ও রাজস্বের স্বার্থে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের রাজস্ব সংস্কার বিষয়ে দাবিসমূহ এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবি জানাতে যে কোনো সময় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ প্রস্তুত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এনবিআর সংস্কার বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি।

এছাড়া শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মকর্তা ও কর্মচারীদের স্ব স্ব দপ্তরে উপস্থিত থাকার নির্দেশনা দেয় এনবিআর।

এনবিআর চেয়ারম্যান মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীকে স্ব স্ব দপ্তর প্রধানের অনুমতি গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত অফিস ত্যাগের রেজিস্টারে এন্ট্রি করে অফিস ত্যাগ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন দপ্তর-সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন: