November 24, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : আমির খসরু

খবর বিজ্ঞপ্তি
খুলনায় বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন আন্দোলন গড়ে তুলতে হবে যেন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আমরা ভোটের মাঠে আছি, চোরের মাঠে নাই। এ সময় তিনি শ্লোগান তোলেন, বর্তমান সরকারের বদলে কেয়ারটেকার, ইভিএম’র বদলে ব্যালট পেপার।
সোমবার বিকেলে নগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিভাগীয় সদরে এ কর্মসূচি পালিত হয়। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা।
সরকারের দুর্নীতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে অভিযোগ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই, দায়বদ্ধতা নেই বলেই দফায় দফায় পানি, তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনে নাভিশ^াস সৃষ্টি করেছে। তিনি বলেন, এই দখলবাজ সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া জনগণের হারানো অধিকার সমূহ ফিরিয়ে আনা সম্ভব হবেনা। আর তাই অপশক্তিকে হঠাতে গণতন্ত্রে বিশ^াসী সকল পক্ষকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, যুবদল নির্বাহি সংসদের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, রবিউল ইসলাম রবি, সাহারুজ্জামান মোর্ত্তজা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: তারিকুল ইসলাম জহীর, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দল জেলা সভানেত্রী অ্যাড. তছলিমা খাতুন ছন্দা, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি তৈয়েবুর রহমান, যুবদলের মহানগর সভাপতি মাহবুব হাসান পিয়ারু, স্বেচ্ছাসেবক দলের নগর সভাপতি একরামুল হক হেলাল, যুবদলের জেলা সভাপতি শামীম কবির, শ্রমিক দলের মহানগর সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ছাত্রদলের জেলা সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের জেলা সভাপতি মাওলানা ফারুক হোসাইন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *