নাহিদ রানার মুখোমুখি হওয়া নিয়ে চিন্তিত নন জিম্বাবুয়ের ব্যাটাররা
ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২০ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। এর আগে দুই দলই করছে অনুশীলন। টাইগারদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন জিম্বাবুয়ের ব্যাটার শন উইলিয়ামস, তিনি জানিয়েছেন, আসন্ন সিরিজের জন্য বেশ ভালো প্রস্তুতি নিয়েছে তার দল।
বাংলাদেশের পেস আক্রমণের সক্ষমতা বেড়েছে নাহিদ রানার আবির্ভাবে। তরুণ এই পেসার গতি আর বাউন্সারে পরাস্ত করেন প্রতিপক্ষের ব্যাটারদের। তবে রানার বোলিংয়ের মুখোমুখি হওয়ার ব্যাপারে খুব একটা চিন্তিত নন বলেই জানিয়েছেন উইলিয়ামস।
তিনি বলেন, ‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত। আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে। এটা দারুণ ব্যাপার হবে।’
ম্যাচের আগে দুই দলেরই অনুশীলনে বাধা দিয়েছে বৃষ্টি। তবে বৃষ্টি খুব উপভোগ করেছেন বলেই জানিয়েছেন উলিয়ামস। তিনি বলেন, ‘বৃষ্টিটা খুব উপভোগ করেছি গতকাল। অনুশীলনের সময় বৃষ্টি হওয়ায় ভালো হয়েছে। কারণ, আপনি যদি পূর্বাভাস দেখেন, খেলার মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমাদের এটার ভেতর অনুশীলন করার ও প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়েছে।’
জিম্বাবুয়ে দলেও ভালো পেসার আছে জানিয়ে তিনি আরও বলেন, ‘পিচ কিছুটা ভিন্ন লাগছে এবার। আগেরবার লো-স্লো এবং স্পিন সহায়ক মনে হয়েছিল। এবার ঘাস বেশি, পেস সহায়ক। পরিসংখ্যান বলছে এখানে প্রায় ৮০ শতাংশ সময়ে পিচ পেস সহায়ক থাকে। ফলে এবারও তাই থাকবে। আমাদের কিছু স্কিড বোলার আছে, ভালো দক্ষ বোলার আছে, ব্লেসিং (মুজারাবানি), ভিক্টর (নিয়াউচি) ও (ট্রেভর) গুয়ান্দু আছে। আশা করি ভালো লড়াই হবে।’