September 19, 2024
আঞ্চলিক

নাগরিকরা যখন বুঝবেন সব তার কল্যাণের জন্য তখনই নগরটি পূর্ণতা পাবে

বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক-বাংলাদেশ’র আয়োজনে ‘খুলনা নগর উন্নয়নে নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) নগরভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপের উদ্দেশ্য ছিল একটি নগর যুব কাউন্সিল প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশনের সঙ্গে যুব সংগঠনগুলোর সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে একসঙ্গে কাজ করা, নগরীর প্রধান নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান খুঁজে বের করা এবং খুলনাকে আরও অন্তর্ভুক্তমূলক টেকসই ন্যায্যতার ভিত্তিতে সহনশীল নগরী হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।

সংলাপে তিনি বলেন, বিশ্বে সকল জনপদ বৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে উঠেছে। নাগরিকরা যখন বুঝতে পারবেন নগরের সবকিছু তার কল্যাণের জন্য তখনই নগরটি পূর্ণতা পাবে।

সিরাক-এর নির্বাহী পরিচালক এসএম সৈকতের সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম ও চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, আইনজীবী মাসুম বিল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

স্থানীয় প্রশাসন, যুব সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সংলাপে অংশ নেন।
শেয়ার করুন: