November 22, 2025
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা : ২১৫ শিক্ষার্থী, ১২ শিক্ষককে অপহরণ

পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়ায় একটি বেসরকারি সেইন্ট মেরি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে ২২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষককে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারে ঘটেছে এ ঘটনা। নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বীদের অধিকার আদায় সংগঠন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (কান) এবং নাইজার প্রাদেশিক পুলিশ— উভয়েই বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে এ তথ্য। নাইজেরিয়ায় এর আগে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন গণঅপহরণের সর্বশেষ ঘটনা ঘটেছিল ২০২৪ সালের মার্চ মাসে। সেবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কাদুনার একটি স্কুল থেকে অপহরণ করা হয়েছিল দুই শতাধিক শিক্ষার্থীকে। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্রধারী দুষ্কৃতিকারীদের হামলার মাত্রা বেড়ে যাওয়ায় গত সপ্তাহে সংঘাত প্রবণ বিভিন্ন এলাকার মোট ৪৭টি স্কুল ও কলেজ বন্ধ করেছে নাইজেরিয়ার সরকার। সরকার এই পদক্ষেপ নেওয়ার এক সপ্তাহ পেরোনোর আগেই এ অপহরণের ঘটনা ঘটল। এর আগে চলতি সপ্তাহেই নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেব্বির একটি মেয়ে স্কুলে হামলা চালিয়ে ২৫ জন নারী শিক্ষার্থীকে অপহরণ করেছিল অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ সময় তারা সেই স্কুলের উপ অধ্যক্ষকে গুলি করে হত্যা করে। নাইজারের প্রাদেশিক সরকার অপহরণের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। নাইজার পুলিশ জানিয়েছে, অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। নাইজেরিয়ায় বর্তমানে বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ ও সহিংসতায় ভোগা দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির বিভিন্ন প্রদেশে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীগোষ্ঠীর উদ্ভব ঘটেছে, যাদের পেশা হলো ডাকাতি, লুটপাট, অপহরণ, নারী ও শিশুপাচার, হত্যাসহ প্রায় সবধরনের অপরাধ। দেশটির মোট জনসংখ্যার ৫৩ দশকিক ৫ শতাংশ মুসলিম এবং ৪৫ দশমিক ৯ শতাংশ খৃস্টান। যেসব সশস্ত্র গোষ্ঠী দেশটিতে রয়েছে, সেগুলোর মধ্যে কয়েকটি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আলকায়দা এবং ইসলামিক স্টেট প্রভাবিত। এই গোষ্ঠীগুলো প্রায় নিয়মিত খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়, ব্যবসাকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাচ্ছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়াকে ‘বিশেষভাবে উদ্বেগপূর্ণ দেশ’র তকমা দিয়েছেন।
শেয়ার করুন: