নর্দানে সিআইএসসি ক্লাবের সভাপতি সম্পাদকসহ গণপদত্যাগ
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) কম্পিউটার এন্ড ইনফোরম্যাটিক্স স্কিল ক্লাব (সিআইএসসি) সভাপতি রাউফুন নাছিম খান চৌধুরী এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ ৭ জন পদত্যাগ করেছেন।গত সোমবার লিখিত একটি বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর কথা উলেখ করে পদত্যাগ করেন সিআইএসসি ক্লাবের সভাপতি রাউফুন নাসিম খান চৌধুরী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সভাপতি মোঃ মিল্টন শিকারী, মাসুদুর রহমান, আবু ত্বোহাসহ বেশ কয়কজন সদস্য।
বিদায়ী সভাপতি জানান, নানা কারণে সিআইএসসি সদস্যের মধ্যে ঝামেলা চলছিল। এমতাবস্থায় পদত্যাগ না করলে কমিটির ভবিষ্যৎ কার্যক্ষমতা হারানোর পাশাপাশি নানা কারণে বিতর্কিত হতো।
নির্বাচন পদ্ধতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন কমিটি গঠনের আহ্বানও জানান তিনি।