নগর ভবনে সুবর্ণজয়ন্তী সৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার সকালে নগর ভবন চত্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী সৌধ এবং মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করেন। তিনি ফলক উন্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণ কাজের শুভ সূচনা করেন।
স্থানীয় সরকার বিভাগের ১০ জানুয়ারি ২০২২ তারিখের পত্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদার সাথে উদযাপনের নিমিত্তে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত ৬টি ডিজাইন হতে যে কোন একটি ডিজাইনের সুবর্ণজয়ন্তী সৌধ নির্মাণের অনুরোধ জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের অনুরোধের প্রেক্ষিতে নগর ভবনের পূর্ব দিকের প্রবেশদ্বারের অভ্যন্তরে ১০ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে ১২ ফুট উচ্চতার সুবর্ণজয়ন্তী সৌধ (প্রস্ফুটিত ফুল) নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেসিসি’র নিজস্ব উদ্যোগে নগর ভবনের পশ্চিম প্রবেশদ্বারের অভ্যন্তরে ৯ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে ১৫ ফুট উচ্চতার ম্যুরাল নির্মাণ করা হচ্ছে।
জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিৎ কুমার অধিকারী, সদর থানা আ’লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, মোঃ ডালিম হাওলাদার, এম ডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, শেখ মোসারাফ হোসেন, মোঃ আনিছুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ হাফিজুর রহমান মনি, শেখ মোঃ গাউসুল আযম, মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, ফকির মোঃ সাইফুল ইসলাম, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়