নগরীর জলাবদ্ধতাকে মাথায় রেখে আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরী
রাস্তাঘাট ও পয়:নিস্কাশন ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু তারপরও, একটু বৃষ্টি হলেই এখনো খুলনা মহানগরীর কিছু এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়। দীর্ঘক্ষণ বৃষ্টির জল জমে থাকে। নগরের বসবাসরত মানুষের ভোগান্তি তখন চরমে ওঠে। এ অবস্থা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে জরুরী ভিত্তিতে বিদ্যমান ড্রেনের জমে থাকা ময়লা তুলে ফেলা জরুরী, যাতে বৃষ্টির পানি সহজে সরে যেতে পারে।
এটি কঠিন কোনো কাজ নয়। এসব কাজের সাথে সংশ্লিষ্ট থাকেন সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ের তৃণমূল কর্মীবাহিনী। আমরা এ বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। একটু আন্তরিকতা, একটু দায়িত্বশীলতা আমাদেরকে পরিচ্ছন্ন ও ভোগান্তিমুক্ত শহর ব্যবস্থাপনা উপহার দিতে পারে।
যে কোনো নগর ব্যবস্থাপনার অন্যতম আর একটি দিক হলো নাগরিকদের সচেতনতা। কোথাও কোনো অব্যবস্থাপনা গোচরে এলে নাগরিকের উচিত সেটি সংশ্লিষ্টদের নজরে আনা। সঠিক জায়গায় রিপোর্ট করা। সবার সহযোগীতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে ওঠে একটি সুন্দর ও টেকসই নগর ব্যবস্থাপনা। আমরা আশা করি, আমাদের সবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই শহর আরো দৃষ্টি নন্দন হয়ে উঠবে।