November 23, 2024
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশের অভিযোগে ৬ জনের জেল-জরিমানা

নগরীতে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার সময় হাতে নাতে ধরা পড়া ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড করেন র‌্যাব-৬ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি ধ্বংস করা হয়েছে।
গতকাল রাতে র‌্যাব-৬ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানা হয়, রবিবার র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর নতুন বাজার এলাকায় মেসার্স এস এস ফিস ট্রেডার্স ডিপোর ভিতরে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করা হচ্ছে। এ সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর সহযোগিতায় প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালায়। এ সময় অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত গোপালগঞ্জের কোটালীপাড়ার আসাদুল (৩০), বাগেরহাটের মোরেলগঞ্জের চাঁন মিয়া (৩২), খুলনার দাকোপের সিরাজুল (২৬), বাগেরহাটের মোরেলগঞ্জের মনির (৩৩), ঝালকাঠির কাঁঠালিয়ার রুবেলকে (২২) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান এবং বাগেরহাটের মোরেলগঞ্জ থানার রিপন শেখকে (২৫) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অপদ্রব্য পুশকৃত জেলি ও আনুমানিক ৩০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত অপদ্রব্য পুশকৃত জেলি ও ৩শ’ কেজি চিংড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

শেয়ার করুন: