নগরীতে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বঙ্গকথার উদ্যোগে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মোঃ আজগর হোসেন সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর, প্রকৌশলী দেবপ্রসাদ বিশ্বাস ও ছন্দ সম্রাট শাহী সবুর।
বঙ্গকথা খুলনা জেলা কমিটির সভাপতি শেখ আসাদুজ্জামান মিথুনের পরিচালনায় আরো বক্তৃতা করেন এবং কবিতা পাঠ করেন আব্দুর রহমান, মোঃ সেলিম, কবি মঞ্জু, দিলরুবা লিপি, কবি দিপালী, ইফফাত সানিয়া ন্যান্সি, মোঃ আকরাম হোসেন মল্লিক, এস এম মাসুদ পারভেজ, শেখ মো. আসিফ হোসেন প্রমুখ। আলোচনা শেষে বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়