September 17, 2024
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ, তফসিল ঘোষণার প্রতিবাদ

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে একতরফাভাবে তফসিল ঘোষনার প্রতিবাদে, “বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে” ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার বিক্ষোভ মিছিল বুধবার (১৫ নভেম্বর) নগরীর বায়তুন নূর চত্ত¡রে (নিউ মার্কেটের সামনে) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

বিকাল ৩ টায় খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আবদুল আউয়াল এর সভাপতিত্বে মহানগর ও জেলা শাখার এক জরুরী যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত যৌথ বৈঠকে নগর সভাপতি আব্দুল আউয়াল বলেন- নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এখন এদেশের সর্বস্থরের জনতার জাতীয় দাবি। এ দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তিনি কর্মীদের উদ্দেশ্যে করে বলেন- আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে, দেশ ও মানবতা রক্ষার্থে দেশের নাগরিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে পীর সাহেব চরমোনাই আমাদেরকে যখন যেই কর্মসূচি দিবেন সেই কর্মসূচি জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করতে হবে।

যৌথ বৈঠকে দাবী আদায়ের লক্ষ্যে আজ বৃহঃস্পতিবার কেন্দ্রিয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নগরীতে এক বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন- নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ-আল গালিব, মোঃ আবু গালিব, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মুফতী আশরাফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, মাওঃ আসাদুল্লাহ হামিদি, মাওঃ আব্দুল­াহ আল মামুন, মোঃ রেজাউল করীম, মাওলানা মাহবুবুল আলম, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, ,আলহাজ্ব সরোয়ার বন্ধ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা নাছিম উদ্দিন শেখ, এস.এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, মুফতী মইনুল ইসলাম, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, ইসমাঈল হোসেন, মাওলানা মাহবুবুল আলম, যুবনেতা মুফতী আহম আব্দুর রহমান মিয়াজী, মুফতী ফজলুল হক, যুবনেতা ইমরান হোসেন মিয়া, যুবনেতা আব্দুর রশিদ, যুবনেতা এসকে নাজমুল হাসান, শ্রমিকনেতা আবুল কালাম আজাদ, শ্রমিকনেতা রেজাউল করীম মাওলানা ইলিয়াস হুসাইন, মোহাম্মদ ইব্রাহিম, ছাত্রনেতা মুহাম্মাদ মঈনুদ্দিন, ছাত্রনেতা এস.কে আবু রায়হান, ছাত্রনেতা মুহাম্মাদ নাইম ইসলাম, ছাত্রনেতা মাহাদী হাসান মুন্না প্রমুখ।

শেয়ার করুন: