November 24, 2024
খেলাধুলা

দ্বিতীয় ঘণ্টায় তাসকিন এনে দিলেন দুই উইকেট

বোলিং করতে নেমে শুরুটা হলো ভালোই। কিন্তু প্রথম ঘণ্টায় দেখা মেলেনি উইকেটের।

এই হতাশা কাটিয়ে স্বস্তি এনে দেন তাসকিন আহমেদ, ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েটকে ফেরান তিনি। এরপর তার হাত ধরেই আসে দ্বিতীয় উইকেটও।

অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ২ উইকেট হারিয়ে ৫০ রান করেছে ক্যারিবীয়রা।

বোলিংয়ের শুরুটা ‍খুব একটা আশা জাগানিয়া ছিল না বাংলাদেশের। প্রথম ঘণ্টায় কোনো উইকেটই নিতে পারেনি তারা। টস জেতার পর এই সময়টুকুই কাজে লাগাতে চাওয়ার কথা বলেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

যদিও বারবার ব্যাটারদের পরাস্থ করছিলেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম, কিন্তু উইকেটের দেখা মিলছিল না। এই হতাশা অবশ্য খুব বেশি লম্বা হতে দেননি তাসকিন আহমেদ। প্রথমে তিনি ফেরান ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে।

অফ স্টাম্পের বাইরে থেকে তাসকিনের ভেতরে ঢোকা বলে আঘাত হানে তার প্যাডে। আম্পায়ার আউট দেন। রিভিউতে দেখা যায় অফ স্টাম্পে বল আঘাত করতো, যদিও ইম্প্যাক্ট ছিল আম্পায়রস কল। ৩৮ বলে ৪ রান করে ফিরতে হয় ব্র্যাথওয়েটকে।

পরের ওভারে এসেই কেসি কার্টিকে আউট করেন তাসকিন। শূন্য রানে এই ব্যাটার ক্যাচ দেন মিড উইকেটে দাঁড়ানো তাইজুল ইসলামের হাতে। দুই উইকেট নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেন তাসকিন। সেটি ধরে রেখেই মধ্যাহ্নভোজে গেছে বাংলাদেশ।

শেয়ার করুন: