July 3, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

দেশে নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে চলে গেছে : উপদেষ্টা শারমীন

বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন একটি এপিডেমিক (মহামারি) পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। ইতোমধ্যে এর কাঠামো চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সারা দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে গৃহীত পদক্ষেপ নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। ইতোমধ্যে এর কাঠামো চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সারা দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে গৃহীত পদক্ষেপ নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, আমাদেরতো একজনকে মেডিকেলি ট্রিট করতে হচ্ছে। অন্য বাচ্চাটাকে কাউন্সিলিং, একটা ১০ বছরের বাচ্চা কাউন্সিলিং কতটুকু বোঝে আমি জানি না। তাকেতো সেরকম কিছু একটা করতে হবে। এগুলো হচ্ছে জটিল সামাজিক সমস্যা। কিন্তু সমস্যা বলেতো আমি এগুলো কার্পেটের নিচে লুকিয়ে রাখতে পারছি না। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, এই সহিংসতাগুলো এতই ব্যাপক যে এগুলোর ব্যাপারে আমরা মন্ত্রণালয় থেকে কঠোর কতগুলো আইনি দাবি তুলতে যাচ্ছি। একটি হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ। সারা পৃথিবী যদি পর্নোগ্রাফির নিয়ন্ত্রণ করতে পারে, আমার দেশ কেন করতে পারে না! একটি বয়সের নিচে এর অ্যাক্সেসই (প্রবেশের সুযোগ) থাকবে না। এই দাবিটা আমি সবার সামনে করছি, আমি আমার জায়গা থেকে সরকারে বসে যতটুকু সম্ভব এটা নিয়ে যুদ্ধ করব। আমাদের বাচ্চাদের হাতে এটা (পর্নোগ্রাফি) তুলে দেওয়া যাবে না। তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়ের একটি টোলফ্রি হট লাইন আছে। সেখানে গত ১০ থেকে ১১ মাসে আমাদের কাছে ২ লাখ ৮১ হাজার অভিযোগ এসেছে। এর বেশির ভাগ অভিযোগ এসেছে নানা ধরনের তথ্য চেয়ে। আপনারা বলেন আমাদের মতো মন্ত্রণালয়ে কতো জনবল আছে যে আমরা এই লাখ লাখ অভিযোগ সমাধান করব। তবে এরমধ্য যেগুলো গুরুতর সেগুলো আমরা সমাধান করেছি। আমরা গত ১০ থেকে ১১ মাসে ১০০টির বেশি নারীকে সহায়তা দিতে পেরেছি।
শেয়ার করুন: