April 5, 2025
খেলাধুলা

দেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে ট্রায়াল দিলেন দুই প্রবাসী ফুটবলার

ইংলিশ লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হওয়ার পর অনেক প্রবাসীই চাচ্ছেন দেশের জার্সিতে খেলতে। জাতীয় দলের হোক কিংবা বয়সভিত্তিক দলের; লাল-সবুজ জার্সি তাদের খুব করে টানছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি তরুণ ফুটবলার আছেন যারা বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন। এমন ৩৫ জনের মতো ফুটবলার নিয়ে জুনে ট্রায়ালের আয়োজন করতে যাচ্ছে বাফুফে।

তার আগে ঈদ উপলক্ষে দেশে আসা চারজন প্রবাসী ফুটবলার ট্রায়ালের আগ্রহ প্রকাশ করলে তাদের সুযোগ করে দিচ্ছে বাফুফে। চলমান অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ করে দিয়ে তাদের প্রতিভা যাচাই করবে বাফুফে। বৃহস্পতিবার সকালে ইংল্যান্ড প্রবাসী এলমান মতিন ও ইতালি প্রবাসী আবদুল কাদির ট্রায়াল দিয়েছেন বাফুফের এলিট একাডেমির প্রধান গোলাম রব্বানী ছোটনের কাছে।

আবদুল কাদির ইতালির চতুর্থ বিভাগ লিগের একটি ক্লাবে খেলেন। এলমান খেলেন ইংল্যান্ডের পঞ্চম বিভাগের একটি ক্লাবে। এই দুইজনের সাথে ট্রায়ালে যোগ দেওয়ার কথা আছে কানাডা প্রবাসী ফারহান ও আরব আমিরাত প্রবাসী আরেক ফুটবলারের।

২০১৩ সালে ডেনমার্কের জামাল ভূঁইয়াকে দিয়ে জাতীয় দলে প্রবাসী ফুটবলারের পথচলা শুরু। এরপর ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী, কানাডার সৈয়দ কাজেম শাহ এবং সর্বশেষ হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে পরেছেন। এর বাইরে বয়সভিত্তিক দলেও অভিষেক হয়েছে প্রবাসী ফুটবলারের।

তবে হামজার অন্তর্ভূক্তির পর দারুণভাবে আগ্রহ দেখাচ্ছে প্রবাসের বয়সভিত্তিক অনেক ফুটবলার। বাফুফেও চাইছে তরুণ প্রবাসী ফুটবলারদের নিয়ে বয়সভিত্তক দলকে শক্তিশালী করতে। তাহলে তারা জাতীয় দলের জন্যও ভালোভাবে তৈরি হতে পারবে। এই ট্রায়াল থেকে একজন ফুটবলার পেলেও সেটা হবে দেশের ফুটবলের জন্য ইতিবাচক দিক। এ বছরই আছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। সেখানে দুই একজন প্রবাসী ফুটবলার অন্তর্ভূক্তির চেষ্টা করে যাচ্ছে বাফুফে।

শেয়ার করুন: