November 21, 2024
Uncategorizedখেলাধুলালেটেস্ট

দেড়শ পেরিয়ে ছুটছে আফগানিস্তানের ওপেনিং জুটি

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জে এবার দুর্দান্ত শুরু করেছে আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের পেস আক্রমণকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জদরান। সেঞ্চুরির কাছে পৌঁছে গেছেন রহমানউল্লাহ।

শ্রীলঙ্কার হাম্বানতোতায় মাহেন্দ্র রাজাপাক্ষে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টিস জিতে ব্যাটিংয়ে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৩১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫৭ রান। ১১১ বলে ৯০ রান নিয়ে ব্যাট করছেন রহমানউল্লাহ। ইব্রাহিম ব্যাটে আছেন ৭৭ বলে ৫৬ রান নিয়ে।

ছয় বোলার ব্যবহার করেও তাদের বিচ্ছিন্ন করতে পারেননি পাক অধিনায়ক বাবর আজম। ৫ ওভারের স্পেলে ২৭ রান দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ৬ ওভারে ৩০ রান দিয়েছেন গত ম্যাচে ১৮ রানে ৫ উইকেট নেওয়া হারিস রউফ।

দলে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। রহমত শাহ ও প্রথম ম্যাচে সাইড স্ট্রেইন চোটে ব্যাটিং থেকে রিটায়ার্ড হার্টে যাওয়া আজমতউল্লাহ ওমরজাইয়ের বদলে দলে জায়গা পেয়েছেন রিয়াজ হাসান ও শহিদুল্লাহ কামাল। একই দল নিয়ে খেলছে পাকিস্তান।

দুই দিন আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একই মাঠে আফগানদের ৫৯ রানে গুটিয়ে ১৪২ রানে ম্যাচ জিতেছিল বাবর আজমের দল।

ক্রীড়া সংবাদদাতা

শেয়ার করুন: