January 29, 2025
খেলাধুলা

দুই ম্যাচ নয়, একটির কথাই ভাবতে চান মিরাজ

বাংলাদেশের ক্রিকেটে সময়টা সুখকর যাচ্ছে না একদমই। টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দল।

ফরম্যাট বদলেও স্বস্তি পাওয়া যায়নি খুব একটা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ।

এ ম্যাচে ২৩৫ রান তাড়া করতে নামে টাইগাররা। শুরুটা ভালো করলেও ২৩ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় বড় ব্যবধানে। শারজাহতে শনিবার দ্বিতীয় ওয়ানডে মাঠে নামবে দুই দল। এরপর সোমবার হবে শেষ ওয়ানডে। সিরিজ বাঁচাতে দুই ম্যাচই জিততে হবে বাংলাদেশকে। তবে আপাতত দ্বিতীয় ওয়ানডের দিকেই চোখ রাখছেন মিরাজ।

তিনি বলেন, ‘দেখুন, যেহেতু আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুইটা ম্যাচ আছে। আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে, পরের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু পিছিয়ে আছি। যেহেতু একটা ম্যাচ খেলেছি এখানে, লম্বা সময় পর ওয়ানডে খেলছি; আপনি দেখবেন সাত-আট মাস আগে আমরা খেলেছি। ’

‘সবার ভেতর ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেকদিন পর আমরা ওয়ানডে খেলেছি। প্রস্তুতিটা ওভাবে নিচ্ছি। আশা করি যে, যেহেতু অনেকদিন পর খেলেছি, এই মাঠের একটা ধারণা হয়েছে। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে সেটা নিয়ে আমরা অনুশীলন করছি। ’

আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। আঙুলের হারে চিড় ধরায় তিনি ছিটকে গেছেন। দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারের ছিটকে যাওয়া যে ধাক্কা, সেটি মানছেন মিরাজও।

তিনি বলেন, ‘যেটা বললেন, মুশফিক ভাইয়ের কথা। এটা তো অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। মুশফিক ভাই যে ইনজুরি হয়েছে। উনি দলের ভেতর কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ তিনি যেভাবে ক্রিকেট খেলেন, দেশকে সার্ভিস দিয়ে গেছেন এটা অসাধারণ ছিল। ’

শেয়ার করুন: