দুই ব্যাংক থেকে মন্ত্রণালয়ের টাকা তুলতে জান বের হয়ে যাচ্ছে: আসিফ নজরুল
আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শত শত কোটি টাকা মধুমতি ব্যাংক ও পদ্মা ব্যাংক থেকে তুলতে গিয়ে জান বের হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, আমার দুইটা মন্ত্রণালয়– আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এখানে যারা মন্ত্রী ছিলেন, উনারা ওই মন্ত্রণালয়ের যে উপার্জিত অর্থ, যেগুলো হাজার কোটি টাকার মতো। এগুলো উনারা বেসরকারি ব্যাংকে আমানত হিসেবে রেখেছেন। যে বেসরকারি ব্যাংকগুলো প্রতিষ্ঠার সঙ্গে উনাদের আত্মীয়, দলের সদস্যরা জড়িত।
‘ব্যাংকগুলো হলো পদ্মা ব্যাংক ও মধুমতি ব্যাংক। এ ব্যাংকগুলোতে শত শত কোটি টাকা জমা রেখেছে। এখন তা উদ্ধার করতে আমার জান বের হয়ে যাচ্ছে। প্রবাসী কল্যাণের টাকা সরকারি ব্যাংক থাকতে পদ্মা ব্যাংকে বা মধুমতি ব্যাংকে রাখছেন কেন? একটার সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা আত্মীয়-স্বজন জড়িত ছিল।’
ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনো কর্মসূচি দিচ্ছে, সেটা সরকারের দুর্বলতা নাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাদের দূরত্বের কারণে সম্ভব হচ্ছে– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকারের সহনশীলতা, অবাধ মতপ্রকাশের পরিবেশ, গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাশীলতার কারণে তা ঘটছে।
বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।