April 2, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

দুই দিনের সফরে ঢাকায় ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন

দুই দিনের সফরে শ‌নিবার (১৬ নভেম্বর) ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি এই প্রথম বাংলাদেশ এ‌লেন।

আন্ডারসেক্রেটারি ক্যাথরিনের ঢাকায় আসার তথ্য জানিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন। হাইকমিশন আজ সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে ক্যাথরিনের রিকশায় বসা এক‌টি ছ‌বি পোস্ট করে জানায়, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আজ বাংলাদেশে এসেছেন।

সফরে তিনি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

ক্যাথরিন এক টুইট বার্তায় বলেন, অর্থনীতি স্থিতিশীল করতে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে যুক্তরাজ্য কীভাবে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আলোচনা করতে আমি এই সফরে এসেছি।
শেয়ার করুন: