November 23, 2024
আন্তর্জাতিক

দিল্লির ১২ বছরের বৃষ্টির রেকর্ড ভেঙে দিলো আগস্ট

২০২৩ সালের আগস্ট মাসে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশপাশের এলাকায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা বিগত ১২ বছরের আগস্ট মাসগুলোর বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে ফেলেছে। দিল্লির আবহাওয়া দপ্তর সফদরজং অবজারভেটরি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ১ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত রাজধানী নয়াদিল্লিতে মোট বৃষ্টিপাত হয়েছে ৩৭৮ দশমিক ৫ মিলিমিটার। গত ১২ বছরের কোনো আগস্ট মাসে দিল্লিতে এই পরিমাণ বৃষ্টিপাত হয়নি।

ভারতের জাতীয় আবহাওয়া দপ্তর আইএমডির রেকর্ড বলছে, দিল্লির বাসিন্দারা সবচেয়ে বৃষ্টিবহুল আগস্ট দেখেছে ১৯৬১ সালে। ওই বছরের আগস্টে নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় মোট বৃষ্টিপাত হয়েছিল ৫৮৩ দশমিক ৩ মিলিটার। নয়াদিল্লিতে এখন পর্যন্ত এটি আগস্ট মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

বিবৃতিতে বলা হয়েছে, ১ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত রাজধানী নয়াদিল্লিতে মোট বৃষ্টিপাত হয়েছে ৩৭৮ দশমিক ৫ মিলিমিটার। গত ১২ বছরের কোনো আগস্ট মাসে দিল্লিতে এই পরিমাণ বৃষ্টিপাত হয়নি।

ভারতের জাতীয় আবহাওয়া দপ্তর আইএমডির রেকর্ড বলছে, দিল্লির বাসিন্দারা সবচেয়ে বৃষ্টিবহুল আগস্ট দেখেছে ১৯৬১ সালে। ওই বছরের আগস্টে নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় মোট বৃষ্টিপাত হয়েছিল ৫৮৩ দশমিক ৩ মিলিটার। নয়াদিল্লিতে এখন পর্যন্ত এটি আগস্ট মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

শেয়ার করুন: