November 25, 2025
আন্তর্জাতিক

‘দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন’— রাজনাথকে হুঁশিয়ারি সিন্ধের মুখ্যমন্ত্রীর

সিন্ধ প্রদেশ আবারও ‘ভারতে ফিরতে পারে’— বলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে বিতর্কিত মন্তব্য করেছেন তার কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। তিনি বলেছেন, সিন্ধ পাকিস্তানেরই অংশ ছিল, আছে এবং থাকবে। ভারতকে দিবাস্বপ্ন দেখা বন্ধ করতে হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী মুরাদ বলেন, “সিন্ধ পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ, ছিল, আছে এবং থাকবে।” তিনি আরও বলেন, রাজনাথ সিং “ইতিহাস সম্পর্কে অজ্ঞ”। তার ব্যাখ্যা, ১৯৩৬ সালেই সিন্ধ তৎকালীন বোম্বে প্রেসিডেন্সি থেকে আলাদা হয়েছিল। যা পাকিস্তান সৃষ্টির অনেক আগের ঘটনা। সিন্ধের মানুষের কাছে সবসময়ই তাদের নিজস্ব মর্যাদা, স্বায়ত্তশাসন ও রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ ছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, অন্য দেশের বিষয়ে দিবাস্বপ্ন না দেখে ভারতের মন্ত্রীর উচিত নিজেদের ভেতরের বিভাজন নিয়ে ভাবা। প্রসঙ্গত, রাজনাথ সিং সম্প্রতি বলেছেন, “আজ সিন্ধ ভারতের অংশ না হলেও সভ্যতার দিক থেকে তা ভারতেরই অংশ। আর সীমান্ত তো বদলাতে পারে— কে জানে, হয়তো কোনো একদিন সিন্ধ আবার ভারতের সঙ্গে যুক্ত হবে।” তিনি আরও দাবি করেন, তার প্রজন্মের সিন্ধি হিন্দুরা নাকি কখনোই পাকিস্তানের সঙ্গে প্রদেশটির যুক্ত হওয়াকে মেনে নেননি। পরে গত রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভারতীয় মন্ত্রীর মন্তব্যকে “বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি” বলে নিন্দা জানায়। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজনাথ সিংয়ের বক্তব্য “সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী মানসিকতার” প্রতিফলন। পাকিস্তান আরও বলেছে, ভারতকে উসকানিমূলক বক্তব্য বন্ধ করে নিজেদের নাগরিকদের নিরাপত্তার দিকে মনোযোগী হতে হবে— বিশেষত সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি ধর্মীয় সহিংসতার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং ইতিহাস বিকৃতির কারণে যে বৈষম্য চলছে তা বন্ধ করতে হবে।
শেয়ার করুন: