দাকোপে আবুল, বটিয়াঘাটায় মোতাহার ও রূপসায় হাবিব চেয়ারম্যান নির্বাচিত
দ. প্রতিবেদক
খুলনার দাকোপ উপজেলায় এস এম আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলায় মো. মোতাহার হোসেন (শিমু) এবং রূপসা উপজেলায় এস এম হাবিবুর রহমান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দাকোপ : দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে ৫৪টি ভোটকেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফলে ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম আবুল হোসেন ৩৬ হাজার ৩২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রার্থী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ২৬১ ভোট। এছাড়া আনারস প্রতীকের শেখ যুবরাজ পেয়েছেন ১৫ হাজার ২১১ ভোট এবং দোয়াত কলম প্রতীকের প্রার্থী অচিন্ত্য কুমার মন্ডল পেয়েছেন ৬ হাজার ৫৪৯ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে কিশোর কুমার রায় (মাইক) ২৪ হাজার ৫৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া জাহিদুর রহমান শেখ (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ২৩ হাজার ৬৬১ ভোট, মো. জাহাঙ্গীর মোল্লা (টিয়া পাখি) পেয়েছেন ৭ হাজার ৮৯৩ ভোট, দেবাশীষ রায় (বই) পেয়েছেন ৭ হাজার ১৬৩ ভোট, তাপস কুমার জোয়ার্দার (চশমা) পেয়েছেন ৫ হাজার ৪৫৮ ভোট, দেবপ্রসাদ বৈশ্য (টিবওয়েল) পেয়েছেন ৪ হাজার ১৫২ ভোট এবং সুনিল মন্ডল (তালা) পেয়েছেন ২ হাজার ৮৩১ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফাতেমা আক্তার (ফুটবল) ২৫ হাজার ২৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বিথীকা লতা রায় (প্রজাপতি) ২৪ হাজার ২০৪ ভোট, মলিনা জোদ্দার (কলস) ১১ হাজার ৫৯৭ ভোট, জয়ন্তী রানী সরদার (পদ্ম ফুল) ৮ হাজার ৮৭৮ ভোট এবং সুভদ্রা সরদার (হাঁস) ৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন।
বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ৬৫টি ভোটকেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফলে ঘোড়া প্রতীকের প্রার্থী মো. মোতাহার হোসেন (শিমু) ৩৩ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের শ্রীমন্ত অধিকারী পেয়েছেন ৩৩ হাজার ৫৪ ভোট। এছাড়া চিংড়ি মাছ প্রতীকের জি এম মিলন পেয়েছেন ৯ হাজার ১ ভোট, দোয়াত কলমের প্রার্থী নিতাই গাইন পেয়েছেন ৪ হাজার ৩৩৬ ভোট, মোটরসাইকেল প্রতীকের শেখ রাসেল কবির পেয়েছেন ৬৯৫ ভোট এবং আনারস প্রতীকের মো. শাওন হাওলাদার পেয়েছেন ৪২৭ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে তুহিন রায় (টিয়া পাখি) ২৫ হাজার ৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া জুবাইরুল হক (চশমা) পেয়েছেন ২৩ হাজার ৭৩৭ ভোট, মো. মোশাররফ হোসেন (টিবওয়েল) পেয়েছেন ২১ হাজার ২৯ ভোট, অরিন্দম গোলদার (তালা) পেয়েছেন ৮ হাজার ৬৮৬ ভোট এবং তাপসকান্তি বিশ্বাস (উড়োজাহাজ) পেয়েছেন ২ হাজার ৬৩ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রুনা লায়লা (হাঁস) ৩০ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া চঞ্চলা মন্ডল (পদ্ম ফুল) ২৭ হাজার ৮৩ ভোট এবং বুলু রায় গাঙ্গুলী (কলস) পেয়েছেন ২১ হাজার ৯২২ ভোট।
রূপসা : রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এস এম হাবিবুর রহমান ২৫ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের সরদার ফেরদৌস আহম্মেদ পেয়েছেন ২৪ হাজার ৬৬ ভোট। এছাড়া টেলিফোন প্রতীকের প্রার্থী বিদায়ী চেয়ারম্যান মো. কামাল উদ্দিন পেয়েছেন ৭ হাজার ৯৭৬ ভোট, আনারস প্রতীকের মো. কামরুজ্জামান পেয়েছেন ৭ হাজার ৭০৮ ভোট, মোটর সাইকেল প্রতীকের মো. নোমান ওসমানী পেয়েছেন ১ হাজার ৩৬০ ভোট এবং ঘোড়া প্রতীকের আব্দুল ওদুদ মোড়ল পেয়েছেন ১৭৬ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে মো. আব্দুল্লাহ যোবায়ের (তালা) ৩৯ হাজার ৮০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. হিরন শেখ (টিবওয়েল) পেয়েছেন ১৭ হাজার ৭৩৬ ভোট, মো. ইদ্রিস আলী হাওলাদার (বই) পেয়েছেন ৮ হাজার ৩৮৪ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শারমিন সুলতানা রুনা (প্রজাপতি) ৩৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফারহানা আফরোজ (কলস) পেয়েছেন ২৭ হাজার ৭০৬ ভোট।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়