November 26, 2024
আঞ্চলিকলেটেস্ট

দলের প্রতি ভালবাসা: বিয়ে করেই ঢাকার সমাবেশে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল

ব্রাহ্মণবাড়িয়ার যুবদল নেতা সোহেল ভূঁইয়া। বিয়ে করেছেন বুধবার (২৬ জুলাই) দিনের বেলা। বিয়ে করেই সন্ধ্যায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় রওনা দেন। রাজধানীর নয়াপল্টনে (বৃহস্পতিবার) ২৭ জুলাই মহাসমাবেশের কথা ছিল বিএনপির। পরে একদিন পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) ঘোষণা করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুআইল ইউনিয়ন পরিষদের যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল ভূঁইয়া। বুধবার তিনি বিয়ের অনুষ্ঠান শেষ করেই সন্ধ্যায় ঢাকায় চলে আসেন। এখনও তার পরনে রয়েছে বরের পোশাক। এবং মেহেদী রাঙা হাত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে সোহেল বলেন, দলের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালনের জন্য চলে আসেছি। জিয়াউর রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের দেশে দেশ। যে নেতাকে আদর্শ হিসেবে মানি তার কথার মূল্য তো দিতেই হবে।

সোহেল আরও বলেন, বৃহস্পতিবার মহাসমাবেশ হবে মনে করেই ঢাকায় এসেছি। এখন শুক্রবার কী ধরণের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়, তার ওপর নির্ভর করবে; কবে বাড়ি ফিরব।

এদিকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। বেলা সোয়া দুইটার দিকে মহাসমাবেশটি শুরু হয়। মহাসমাবেশের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক।

মহাসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম।

এ ছাড়া রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশস্থলে মুঠোফোনে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।কারও কারও মুঠোফোনে ইন্টারনেটের সিগন্যাল পাওয়া যাচ্ছে, তবে তাতে কাজ হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে সকাল থেকেই নেতা-কর্মীরা ভিড় করেন। সেখানে দুপুর সাড়ে ১২টার পর থেকে মুঠোফোনে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। বেলা দুইটার পর সমাবেশ শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সংবাদ দাতা

শেয়ার করুন: