দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার যুবাদের হারিয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে রিজান হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ যুবারা জিতেছেন ৩৩ রানে।
হারারেতে টসে হেরে আগে ব্যাট করেছে বাংলাদেশের যুবারা। শুরুটা দুই ওপেনার ভালোই করেছিলেন। জাওয়াদ আবরার ও রিফাত বেগ মিলে গড়েছিলেন ৪১ রানের উদ্বোধনী জুটি। তবে এ দুজন দ্রুত আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। তবে কালাম সিদ্দিকি ও রিজান হাসানের দুর্দান্ত পারফর্ম্যান্সে ৫ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ২৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ।
মিডল অর্ডারে ব্যাট হাতে দলের হয়ে হাল ধরেছিলেন রিজান ও কালাম। কালাম ৬৫ রান করে আউট হলেও সেঞ্চুরির লক্ষ্যে ছুটছিলেন রিজান। তবে শেষ পর্যন্ত মাইলফলক পেরোনোর আগেই আউট হন রিজানও। ৯৬ বলে ১০ চারে ৯৫ রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর ২৯ বলে ৩৮ রান করেন মোহাম্মদ আব্দুল্লাহ। সেই সুবাদে ২৬৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
এরপর লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়া যুবারাও খেলছিল দারুণ। তবে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারকেই থিতু হতে দেননি বাংলাদেশের বোলাররা। আর প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেওয়ার পথে বল হাতে নেতৃত্ব দিয়েছেন রিজান। সেঞ্চুরি ছুঁতে না পারলেও বল হাতে ৫ উইকেটের দেখা পেয়েছেন তিনি। আর তাতেই ৪৮.৪ ওভারে ২৩৬ রানে অল আউট হ দক্ষিণ আফ্রিকা। আর ৩৩ রানের জয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।