October 9, 2025
খেলাধুলা

তৃতীয় দিনেও সারাদিন ব্যাট করতে চায় শ্রীলঙ্কা

দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে শ্রীলঙ্কা দল। বাংলাদেশের বিপক্ষে এদিন ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন লঙ্কান ব্যাটাররা৷ তাদের পক্ষে দিন শেষে সংবাদ সম্মেলনে আসা কুশল মেন্ডিস জানিয়েছেন, সুযোগ পেলে তৃতীয় দিন পুরোটাই ব্যাট করতে চায় শ্রীলঙ্কা।

মেন্ডিস বলেন, ‘আমরা এখন খুব ভালো অবস্থানে আছি। আগামীকাল আমাদের পুরো দিন ব্যাট করতে হবে। আমরা চেষ্টা করব ১৫০ থেকে ২০০ রানের লিড নেওয়ার। আশা করছি, শেষ দুই দিনে উইকেট টার্ন করবে।’

পরে ১৪৬ রান করা পাথুম নিশাঙ্কাকে নিয়ে মেন্ডিস বলেন, ‘তাকে (নিশাঙ্কা) দেখাটা সত্যিই দারুণ উপভোগ্য ছিল। দারুণ ব্যাট করেছে। আগের সফরেও ও রান পেয়েছিল। গলে ডাবল সেঞ্চুরি মিস করাটা দুর্ভাগ্যজনক ছিল। আশা করি, এই ম্যাচে সেটা করতে পারবে। ও এখন তিন ফরম্যাটেই আমাদের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার। নিজের খেলার উপর ও কঠোর পরিশ্রম করে, সেটার প্রমাণ মাঠে দেখায়।’

দলের পেসারদের নিয়ে মেন্ডিস বলেন, ‘আমরা যে পরিকল্পনা করেছিলাম, ওরা ঠিক সেটাই করেছে। লাইন এবং লেন্থ খুব ভালোভাবে মেনটেইন করেছে। এই উইকেটে খুব একটা গতি নেই, তাই সঠিক লেন্থে বল করাটাই সবচেয়ে জরুরি ছিল। শুধু নতুন বলে নয়, পুরনো বলেও ওরা অসাধারণ ছিল। শ্রীলঙ্কায় আমি আমাদের পেসারদের এত ভালো বোলিং খুব কমই দেখেছি।’

কলম্বো টেস্টে অভিষেক হওয়া সোনাল দিনুশাকে নিয়ে মেন্ডিস বলেছেন, ‘সে প্রথমবার সিসিসিতে (কলম্বো ক্রিকেট ক্লাব) খেলতে আসে যখন আমি ক্যাপ্টেন ছিলাম। স্কুল শেষ করার পরই সিসিসিতে চলে আসে। দারুণভাবে খেলেছে। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ভালো পারফর্ম করেছে। টেস্ট ক্রিকেটে খেলা অনেক বেশি চাপের, টি-টোয়েন্টি বা ওয়ানডের চেয়ে। কিন্তু সে অনেক পরিণত ব্যাটিং করেছে। এমন একজন খেলোয়াড় দলে থাকাটা সত্যিই আনন্দের। আমি ওর জন্য খুবই খুশি।’

শেয়ার করুন: