January 20, 2025
আন্তর্জাতিক

তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস

ইসরায়েলি তিন বন্দিকে রেড ক্রস মাধ্যমে হস্তান্তর সম্পন্ন করেছে হামাস।   

হামাসের একজন শীর্ষ কর্মকর্তা একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছেন, তিনজন মহিলা বন্দিকে পশ্চিম গাজা শহরের আল-রিমাল এলাকার আল-সারায়া স্কোয়ারে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জিম্মি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। রেড ক্রস বলছে, তিনজন ইসরায়েলি জিম্মিকে তাদের কাছে স্থানান্তর করা হয়েছে। গাজার একটি রেড ক্রস দলের একজন সদস্য সঙ্গে সাক্ষাত করে তাদের সুস্থতা নিশ্চিত করার পর বন্দিদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে সাময়িক যুদ্ধবিরতির সময়েও, রেড ক্রসের হাতেই বন্দিদের হস্তান্তর করা হয়েছিল এবং তারপর তাদের ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

আজ মুক্তিপ্রাপ্ত বন্দিদের পরিচয় নিশ্চিত করার জন্য অবিলম্বে ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হবে এবং তারপর তাদের হেলিকপ্টারে করে ইসরায়েলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

তারা  কমপক্ষে চার দিনের জন্য সেখানে থাকবেন মানসিক ও চিকিৎসা মূল্যায়নের জন্য। এই সময় পরিবারের সাথেও পুনর্মিলন হবে।

শেয়ার করুন: