তাসকিনের বোলিং আগুনে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ
দিনের শুরুতে যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, কার সুফল পাচ্ছে বাংলাদেশ। প্রথম সেশনেই দ্রুত ৩ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। বিশেষ করে তাসকিন আহমেদ, ২টি উইকেট নিয়েছিলেন তিনি। অন্যটি নেন শরিফুল ইসলাম। ক্যাচ মিস না হয়ে প্রথম সেশনেই হয়তো ক্যারিবীয়দের উইকেট থাকতো আরও বেশি।
তবে দ্বিতীয় সেশনের শুরুতেই স্বাগতিকদের ওপর সেই চাপ অব্যাহত রেখেছে বাংলাদেশ। এই সেশনেও তাসকিন। আবারও জোড়া উইকেট নিলেন তিনি। সঙ্গে একটি নিলেন মেহেদী হাসান মিরাজ। ফলে ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৬ জন ব্যাটারকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এ প্রতিবেদন লেখার সময় ক্যারিবীয়দের রান ৬ উইকেট হারিয়ে ১০১। জসুয়া দ্য সিলভা শূন্য রানে এবং অ্যালজারি জোসেফ ব্যাট করছেন ৬ রানে।