তালেবানকে দেওয়া ‘সন্ত্রাসী’ তকমা উঠিয়ে নিলো রাশিয়া
আফগানিস্তানের তালেবানের ওপর দেওয়া সন্ত্রাসী তকমা অবশেষে উঠিয়ে নিয়েছে রাশিয়া। গত দুই দশকেরও বেশি সময় ধরে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল রাশিয়া।
এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
২০ বছর ধরে চলা যুদ্ধের পর আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতা দখল করে। যদিও এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে সম্প্রতি রাশিয়া তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা চালাচ্ছে।
২০০৩ সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিভিন্ন দেশে অবস্থিত জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখোমুখি হওয়ায় রাশিয়া তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা দেখছে।
২০২৪ সালের মার্চ মাসে মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুকধারীরা হামলা চালিয়ে ১৪৫ জনকে হত্যা করে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসলামিক স্টেটের আফগান শাখা ওই হামলার সঙ্গে জড়িত।
এদিকে তালেবান বলেছে যে তারা আফগানিস্তানে ইসলামিক স্টেটের উপস্থিতি নির্মূল করার জন্য কাজ করছে।