January 5, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

তারেকের বিরুদ্ধে রায় দেওয়া বিচারককে হুমকি, থানায় জিডি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় দেওয়াকে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানোর অভিযোগ মিলেছে। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন।

রোববার (২২ অক্টোবর) জিডির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন শাহ মো. মামুন। তিনি বলেন, গত ১৭ অক্টোবর বিকেলে বিচারককে হত্যার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয়। পরে কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে।

শাহ মো. মামুন জানান, একটি চিঠি যিনি পাঠিয়েছেন, তার নাম দেওয়া রয়েছে জহির উদ্দিন। আর ঠিকানায় বগুড়ার শেরপুরের সাউদিয়া পার্ক সিটির কথা উল্লেখ রয়েছে। এছাড়া হাতেম আলী সওদাগরের নামে দেওয়া অন্য চিঠিতে ঠিকানা দেওয়া আছে চট্টগ্রাম সদর থানার বরইতলীর।

গত ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক আছাদুজ্জামান। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেন আদালত। যা অনাদায়ে তাকে আরও তিন মাস সাজা ভোগ করতে হবে।

অপরদিকে, জোবায়দা রহমানকে কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ জরিমানা করা হয়, যা অনাদায়ে তাকে আরও এক মাস সাজা ভোগ করতে হবে।

শেয়ার করুন: