তামিম তাণ্ডবে চিটাগাংকে বড় ব্যবধানে হারাল ঢাকা
এবারের বিপিএলে ঢাকা ও সিলেটে হয়েছে রানবন্যা, তবে চট্টগ্রাম পর্বে রানের গতি কমে এসেছে। একদিন বিরতি দিয়ে আজ চট্টগ্রামে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস ও স্বাগতিকরা। টসে জিতে ব্যাট করতে নেমে হাতে উইকেট রেখেও হাত খুলে খেলতে পারল না স্বাগতিক চিটাগং কিংস। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানে থামে মোহাম্মদ মিঠুনের দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিমের ৫৪ বলে ৯০ রানের ঝড় ইনিংসে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় ঢাকা।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ঢাকা ক্যাপিটালসকে। ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসের ব্যাটে ৭৫ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। লিটন ব্যাক্তিগত ২৫ রানে আউট হলেও, শেষ পর্যন্ত টিকে থেকে ৫৪ বলে ৯০ রানের ইনিংস খেলে ৮ উইকেটের জয় তুলে নেয় তামিম। তাতে তৃতীয় জয়ের দেখা পায় ঢাকা। এতে পয়েন্ট টেবিলেত চারে চলে এসেছে শাকিব খানের ঢাকা।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির করে চিটাগং। উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৪০ রান করেন দুই ওপেনার নাইম ইসলাম ও জুবাইদ আকবরী। ১৯ বলে ২৩ রান করে মোসাদ্দেকের বলে বোল্ড হয়ে ফেরত যান জুবাইদ।
গ্রাহাম ক্লার্কও হাত খুলতে পারেননি।
দলীয় ৮৯ রানের মাথায় তিনি বিদায় নেন। নাজমুল ইসলামের শিকারে পরিণত হওয়ার আগে ১৮ বলে ২ চারে ১৯ রান করেন ক্লার্ক। দুই বল পর তালাত হুসাইনকেও ২ আউট করেন নাজমুল। পরের ওভারে বিদায় নেন আগের ম্যাচের ম্যাচসেরা নাইম ইসলাম।
ওপেনিং করতে নেমে এদিন হাত খুলে খেলতে পারেননি জাতীয় দলের সাবেক এই তারকা। ৪০ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৪ রান করে মোসাদ্দেকের দ্বিতীয় শিকারে পরিণত হন। ১৬ বলে ১৫ রান করে বিদায় নেন শামীম হোসেন। চিটাগংয়ের পাকিস্তানি ব্যাটার হায়দার আলী করেন ১১ বলে ১৬ রান। শেষ দিকে ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এতে চিটাগংয়ের পুঁজি দাঁড়ায় ৬ উইকেটে ১৪৮ রান।