তামিমের সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে আজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের এই ম্যাচে তিনি টসে উপস্থিত ছিলেন। তবে বুকে তীব্র ব্যাথা অনুভব করায় তাঁকে নেওয়া হয় হাসপাতালে। পরে জানা যায়, বাংলাদেশের সাবেক এই অধিনায়ক দুইবার হার্ট অ্যাটাক করেছেন। তার হার্টে ব্লক ধরা পড়েছে এবং রিংও পরানো হয়েছে।
এদিকে তামিমের হার্টে রিং পরানো হলেও তার শারিরীক অবস্থার জটিলতা এখনো কাটেনি বলেই জানিয়েছেন কেপিজে স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসা বিষয়ক পরিচালক রাজিব হোসেন। তামিমের সুস্থতার জন্য সব চেষ্টা করা হয়েছে বলেই জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘যত ধরনের চিকিৎসা প্রয়োজন, সবকিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশনটা অনুকূলে আছে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য একটা অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এটা খুব স্মুথলি এবং এফিশিয়েন্টলি হয়েছে। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন।’
কেপিজে স্পেশালাইজড হাসপাতালে কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তামিমের হার্টের ব্লক সরানো হয়েছে। তবে তার জটিলতা এখনো কাটেনি বলেই জানিয়েছেন রাজিব হোসেন।
তামিম এখন অবজারভেশনে আছেন জানিয়ে ডা. রাজিব বলেন, ‘একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। স্টেন্ট বসানোর পর তিনি অবজারভেশনে আছেন। ক্রিটিক্যাল কন্ডিশন এখনো কাটেনি, একটু সময় লাগবে।’ তামিমের সুস্থতার আশাবাদ ব্যক্ত করে এই চিকিৎসক বলেন, ‘আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন।’