September 20, 2024
খেলাধুলা

তামিমের অবসর নিয়ে বোর্ড সভাপতির ব্যাখ্যা

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসেন সভাপতি ফারুক আহমেদ। নাজমুল-মিরাজদের সঙ্গে বৈঠকে ছিলেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় ক্রিকেটারদের বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হন বোর্ড সভাপতি। রাজধানীর একটি হোটেলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের বোনাস ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয়। এরপরই তামিম ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এর উত্তরে তিনি বলেন, ‘তামিম এসেছিল। আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এরকম বসতে পারিনি। প্রথম কাজ হলো, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’

এরপরে তিনি আরও বলেন, ‘এখন যেহেতু কঠিন সময়, এতে আমাদের লিগগুলো, বিপিএল—এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে কী হতে পারে।’

তামিম ইকবালের অবসর প্রসঙ্গে বোর্ড সভাপতি বলেন, ‘আপাতত ক্রিকেটার (হিসেবেই এসেছেন তামিম)। অবসর নিয়েছে নাকি?’

ক্রিকেটারদের উইনিং বোনাস নিয়ে ফারুক আহমেদ বলেছেন, ‘আপনারা সবাই জানেন, আজকে ক্রিকেট বোর্ডেরই একটা অনুষ্ঠান ছিল। আমরা ক্রীড়া উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি যদিও পাকিস্তান সফরের ফলাফলের পর দেখা করেছেন। যেখানে প্রধান উপদেষ্টা ছিলেন। আজকে (শনিবার) তিনি বিশেষভাবে আলাদা করে দেখা করতে চেয়েছেন। আপনারা জানেন, কালকে (রোববার) দল ভারত সফরে চলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সফর। এজন্য মূলত এ আয়োজন।’

বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্রিকেটারদের সহযোগিতা প্রসঙ্গে বোর্ড সভাপতি বলেন, ‘আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এ সময়ে আমরা অনেকগুলো বিষয়ে স্ট্রাগল করছি। বন্যা গেল, তারপর এত ছাত্র-জনতা স্ট্রাগল করছে…২০ হাজারের মতো। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এ জন্য অধিনায়ক বলেছেন, তারা (বোনাসের) একটা অংশ দেবেন।’

শেয়ার করুন: