November 14, 2024
খেলাধুলা

তাবিথের প্রথম সভায় ১৬ বছরের জঞ্জাল সাফে ২৮ এজেন্ডা

২৬ অক্টোবর নির্বাচনের ঠিক ১৩ দিন পর শনিবার প্রথম সভায় বসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। কাজী সালাউদ্দিনের চার মেয়াদের পাহাড় প্রমাণ জঞ্জাল সাফ করার শুরুটাও হবে শনিবার থেকে তাবিথ আউয়ালের নেতৃত্বে। বাফুফে ভবনে আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া সভায় আলোচ্য বিষয় অনেক। ২৮টি এজেন্ডা নিয়ে আজ হবে আলোচনা। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আসবে সভা থেকে।

২৬ অক্টোবর নির্বাচনে দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে আগামী চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তাবিথ আউয়াল। তাতে অবসান ঘটে কাজী সালাউদ্দিনের ১৬ বছরের দখলদারিত্বের। সভাপতি হিসেবে শতভাগ ব্যর্থ সালাউদ্দিন বিদায় নিয়েছেন। তবে রেখে গেছেন অনেক জঞ্জাল। নতুন কমিটিকে সংস্কার করতে হবে প্রায় প্রতিটি ক্ষেত্রেই। ব্যতিক্রমী এক নির্বাচনের মাধ্যমে রানিংমেট হিসেবে নতুন-পুরনো ১৯ জনকে সঙ্গী পেয়েছেন তাবিথ। কালক্ষেপণ না করে প্রথম সভাতেই তাই এই কমিটি নিতে চায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

২৬ অক্টোবর নির্বাচনের ফলাফল উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হবে সভা। এরপর নতুন সভাপতি বাকি সদস্যদের সঙ্গে পরিচিত হবেন। ৩ অক্টোবর বিগত কমিটির শেষ সভার কার্যনির্বাহী পাঠ ও অনুমোদনের পর বিলুপ্ত হওয়া স্ট্যান্ডিং কমিটি গঠন নিয়ে হবে আলোচনা। গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটিগুলো সাধারণত থাকে সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতির অধীনে। ফাইন্যান্স কমিটি ও পেশাদার ফুটবল লিগ কমিটির দায়িত্ব সাধারণত থাকে সিনিয়র সহ-সভাপতির কাছে। যদিও বিগত কমিটির মেয়াদের শেষ দিকে এখানে এসেছিল পরিবর্তন। আলোচিত সালাম মুর্শেদীকে প্রথমে পেশাদার ফুটবল লিগ কমিটির দায়িত্ব থেকে সরানো হয়। এই দায়িত্ব পান বিগত কমিটির সর্বোচ্চ ভোট পাওয়া সহসভাপতি ইমরুল হাসান। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সালাম মুর্শেদী পদত্যাগ করলে ফাইন্যান্স কমিটির দায়িত্বও আসে ইমরুল হাসানের কাছে। এবার তিনি সিনিয়র সহসভাপতি হয়েছেন বিনা প্রতিদ্বোন্দ্বিতায়। তাই এই দুই গুরুদায়িত্ব তার কাছেই থাকার কথা।

ন্যাশনাল টিমস কমিটির দায়িত্ব বহু বছর পালন করা কাজী নাবিল আহমেদ এবার নির্বাচন করেননি। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগের এই সংসদ সদস্য। তাই জাতীয় দলের দায়িত্বে দেখা যাবে নতুন কাউকে। সর্বোচ্চ ভোট পাওয়া সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর কাছে আসার কথা এই দায়িত্ব। তবে তৃণমূলের ফুটবলে আগ্রহ থাকায় শোনা যাচ্ছে ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হবে জাহেদীকে। গুঞ্জন আছে ন্যাশনাল টিমস কমিটির দায়িত্ব পেতে পারেন সবচেয়ে কম ভোট পেয়ে সহসভাপতি হওয়া ফাহাদ করিমকে।

এছাড়া মার্কেটিং কমিটির দায়িত্বেও দেখা যেতে পারে এই করপোরেট ব্যক্তিত্বকে। ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি ও পাইওনিয়র ফুটবলের দায়িত্বে পেতে পারেন আরেক সহসভাপতি, ব্রাদার্স ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আহমেদ আরেফ। আর টেকনিক্যাল কমিটির দায়িত্বে আসতে পারেন দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী। টানা সাফজয়ের পর গুরুত্ব বেড়ে গেছে মহিলা ফুটবল কমিটি নিয়ে। এতদিন এই কমিটির দায়িত্বে ছিলেন আলোচিত মাহফুজা আক্তার কিরণ। সাবেক সভাপতির ছত্রছায়ায় নিজের মর্জি মতো চালিয়েছেন দেশের নারী ফুটবল। তাই সাফে সাফল্য মিললেও মেয়েদের ভাগ্যের চাকা ঘুরেনি। ঘরোয়া ফুটবলে নজর না থাকায় মেয়েরা পায়নি আর্থিক নিশ্চয়তা। এসব কারণে আলোচিত এই কমিটির প্রধান পদে আসতে পারে পরিবর্তন।

সভায় বাফুফের গঠনতন্ত্র সংশোধন, সব ব্যাংক হিসাবের তথ্য, বকেয়া বিল, দেনা-পাওনা, ফিফা, এএফসি, অন্য পৃষ্ঠপোষকদের কাছ থেকে প্রাপ্ত অর্থের বিবরণী, প্রয়োগ, বিন্যাস ও অব্যবহৃত অর্থের পুনর্বিন্যাস নিয়ে হবে আলোচনা। এছাড়া সব ভেন্ডরের তালিকা, চুক্তির মেয়াদ, ব্যবসার ধরন, পরিষেবার তথ্য জানতে চায় কমিটি। প্রিমিয়ার ব্যাংক ও আইএফআইসি ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ ও সুদের পরিমাণ নিয়েও হবে আলোচনা। ফিফা অডিটের মাধ্যমে বাফুফের যে দুর্বলতাগুলো চিহ্নিত করে দিয়েছে, সেগুলো সমাধানে করণীয়, খরচ কমাতে ফিন্যান্স বিভাগের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবে কমিটি। সাফজয়ী নারী জাতীয় দলের জন্য বোনাস নিয়ে সিদ্ধান্ত আসবে সভায়। নারী-পুরুষসহ সব বয়সভিত্তিক জাতীয় দলের সার্বিক কর্মকান্ড, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর হালনাগাদ তথ্য, মেয়াদ শেষ হলে প্রয়োজনে নির্বাচনের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হবে। নির্বাচনে ১৫তম সদস্য পদে সাইফুর রহমান মনি ও এখলাছউদ্দিনের মধ্যে টাই হওয়ায় উপ-নির্বাচনের তারিখও চ‚ড়ান্ত হবে আজ।

এক সভাতেই ১৬ বছরের পাহাড় প্রমাণ সমস্যার সমাধান হবে না ঠিক। তবে প্রথম সভাতেই সালাউদ্দিনের রেখে যাওয়া জঞ্জাল সাফের রোডম্যাপটা এঁকে ফেলতে চাচ্ছে নয়া কমিটি।

শেয়ার করুন: