November 23, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশিক্ষা

তরুণ শিক্ষকরা গবেষণায় নিবেদিত হলে দেশ দ্রুত এগিয়ে যাবে : খুবি উপাচার্য

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে তরুণ শিক্ষকদের অংশগ্রহণে মডিউল-২ ‘টিচিং, লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ইংরেজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারও শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শিক্ষা ও গবেষণা ত্বরান্বিত করতে সরকার প্রতিনিয়ত বরাদ্দ বৃদ্ধি করছে। সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিন কোটি টাকার মতো গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে তা আরও বৃদ্ধি করা হবে।
তিনি আরও বলেন, এখন সময় পাল্টেছে, দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসছে। পড়াতে হলে কিভাবে পড়াতে হবে তা জানা খুবই জরুরি। বিশেষ করে শিক্ষকদের গবেষণা করা জরুরি। তিনি বলেন, তরুণ শিক্ষকরা গবেষণায় নিবেদিত হলে দেশ দ্রুত এগিয়ে যাবে। আশা করি এ ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা ও গবেষণার কাজ আরও ত্বরান্বিত হবে। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের পর উপাচার্য একটি সেশন পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৪০ জন তরুণ শিক্ষক (প্রভাষক ও সহকারী অধ্যাপক) অংশগ্রহণ করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *