November 5, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুরোপুরি ফেরাতে আপিল করা হবে

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বাতিল করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও ত্রয়োদশ সংশোধনীর বিষয়টি আপিল বিভাগের মাধ্যমেও বাতিল করার ফলে এখনো পুরোপুরি ফিরতে পারেনি। তাই এ বিষয়ে আপিল করা হবে।  আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, হাইকোর্টের রায়ে বলা হয়েছে পঞ্চদশ সংশোধনী অবৈধ ছিল। ফলে এই সংশোধনের আলোকে যে সরকার গঠন হয়েছে সেটিও অবৈধ। রায় হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসার পথ সুগম হলো। যদিও পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করেনি, এটি আমরা পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছি। তবে ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে আমরা আপিল করব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী শরীফ ভুঁইয়া। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে না, এটা আরও অনেক ব্যাপক। এটাকে আমি সংবিধানের পাইকারি পুনর্লিখন বলেছিলাম। বেশিরভাগ মানুষের মতের বাইরে গিয়ে সংবিধানের একটি পাইকারি পুনর্লিখন। এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র কাঠামোকে পুরোপুরিভাবে পরিবর্তন করা হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে নষ্ট করে কর্তৃত্ববাদী রাষ্ট্র গঠন করা হয়েছিল। তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনী অনেকগুলো অস্বচ্ছ প্রক্রিয়ায় করা হয়েছিল। এই দিকগুলো রায়ে পুরোপুরি আলোচিত হয়নি। সেই দিক থেকে রায়টা ভালো তবে কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমি মনে করি। যখন আদালত পঞ্চদশ সংশোধনীর যে অংশ বাতিল করেছে, সেই অংশগুলো সাথে সাথেই আগের অবস্থায় ফিরে গেছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি বাতিল হয়নি যে কারণে, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়েছিল দুইভাবে। এটা আমাদের আপিল বিভাগ একটা রায়ের মাধ্যমে বাতিল করেছিল, আরেকটা সংসদেও বাতিল করেছিল। সংসদ যে বাতিল করেছিল সেটা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। আপিল বিভাগের রায়টা এখনও রয়ে গেছে। ওই মামলার রায় ড. মজুমদারদের পক্ষে যখন আসবে তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি বাতিল হবে।
শেয়ার করুন: