October 7, 2024
জাতীয়লেটেস্ট

ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।

বিমানবন্দ‌রে তাকে বিদায় জা‌নান অন্তর্বর্তী সরকারপ্রধান নোবলে জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, দুপুর ২টার দিকে ইসলামাবাদ হয়ে ঢাকা পৌঁছান আনোয়ার ইব্রাহিম। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে উভয়ের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তারা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ওপর আলোচনা করেন।

বৈঠক শে‌ষে যৌথ প্রেস কনফা‌রেন্স ক‌রেন দুই শীর্ষ নেতা। বিকেলে বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমের এটি প্রথম বাংলাদেশ সফর, যা প্রায় ১১ বছর পর অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৩ সালে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ঢাকায় এসেছিলেন।

শেয়ার করুন: