October 25, 2024
খেলাধুলা

ঢাকা ক্যাপিটালস নিয়ে আরও চমক দিতে চান শাকিব খান

২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের। দিনে দিনে কিছুটা রং হারালেও এই লিগ নিয়ে ভক্ত ও ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ। চলতি বছরের ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এই মেগাইভেন্টের ১১তম আসর। এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। জনপ্রিয় এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যানের ক্রিকেট টিম হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’।

প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আলো ছড়িয়েছেন শাকিব খান। ড্রাফট এবং সরাসরি চুক্তি মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি ১৮ সদস্যের দল গড়েছে। বিপিএলে শাকিবের দলে লিটন-সাব্বির, মুস্তাফিজ-তামিমের সাথে খেলবেন থিসারা পেরেরা, জনসন চার্লস, সাইম আইয়ুবরা।

সব মিলিয়ে নতুন দল ঢাকা ক্যাপিটালস বিপিএলের স্কোয়াড অনেকটাই গুছিয়ে নিয়েছে। এই দলে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটার লিটন দাস ও সাব্বির রহমান। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন কাটার খ্যাত মুস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন তরুণ আগ্রাসী ব্যাটার তানজিদ হাসান তামিম।

বিদেশি হিসেবে থাকছেন পাকিস্তানের সাইম আইয়ুব, আফগান স্পিনার আমির হামজা হোতাক ও মির হামজা। সরাসরি চুক্তিতে ঢাকা দলে নিয়েছে জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), থিসারা পেরেরাকে (শ্রীলঙ্কা)।

এ বাদেও আরও চমক দিতে যাচ্ছেন ঢালিউড তারকা। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটায় জানায় যায়।

তিনি বলেন, ‘এ পর্যন্ত আমরা ঢাকা ক্যাপিটালসের হাই অথোরিটি সবাই মিলে খেলোয়াড়দের নিয়ে যে ছকে পরিকল্পনা করেছি, দেশ বিদেশের ক্রিকেটারদের পেয়েছি। আরও কিছু চমক আমাদের পরবর্তী রাউন্ডে থাকবে। যেগুলো এখন বলতে চাই না। এতটুকু জানাতে পারি, আরও বিদেশী খেলোয়াড় যুক্ত হবেন। তাই এখন পর্যন্ত বলতে পারি, আমরা আমাদের চাহিদামত প্লেয়ারদের পাচ্ছি এবং আগামীতেও পাবো। মানুষ আমাদের খেলোয়াড় নির্বাচন নিয়ে প্রশংসা করছেন। আগামীতে আরও বিদেশী খেলোয়াড়দের নাম ঘোষণায় যখন হবে মানুষের এখনকার এক্সাইটমেন্ট আরও বাড়বে বলে আমি মনে করি।’

ঢালিউড সুপারস্টার টিভির পর্দায় আলোচিত এবং বাংলায় এক নামে পরিচিত। উদাহারণ হিসেবে বলা যায়, ২০২৪ সালে ঢালিউড সুপারস্টারের তুফান এখন আলো কেড়ে নিয়ে থাকে সামাজি মাধ্যমে। সিনেমা জগতে এক নম্বর এই তারকা বাইশ গজের ক্রিকেটে নিজেকে সামলাবেন কিভাবে এমন প্রশ্নের জাবাবে শাকিব খান বলেন-

‘ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি। বাংলাদেশি, ভারতীয় বা এশিয়ানদের কাছে ক্রিকেট অতিপ্রিয় একটি খেলা, যা শৈশব থেকে আমরা দেখে বড় হই। তবে হ্যাঁ, দলের মালিকানা (ঢাকা ক্যাপিটালস) নিয়ে আমার পথচলাটা প্রথমবার। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এত বড় দলের মালিকানা নিয়ে এগিয়ে যাওয়াটাকে আমি চ্যালেঞ্জিং ওয়ার্ক মনে করি। আমি বিশ্বাস করি, আমাদের সবার অ্যাফোর্ট ও দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমী সকলের যৌথ ভালোবাসাটা আমাদের সঙ্গে থাকবে।’

ঢাকা ক্যাপিটালস নিয়ে প্রত্যাশার আলো ছুড়তে গিয়ে শাকিব জানালে শেষ হাসিটা তারাই হাসবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিপিএল প্লেয়ার ড্রাফটে নাম ঘোষণার পর থেকে মানুষ অনেক বেশি উৎসাহ দিয়েছে। আমাকে পুরো বাংলাদেশ এভাবে ওয়েলকাম করেছে যা আমাকে ইমোশনাল করেছে। আমরা শতভাগ আশাবাদি। আমরা আশা করি বিজয় আমাদেরই আসবে এবং আনন্দের শেষ হাসিটা আমরাই হাসবো।’

শেয়ার করুন: